পাথরঘাটায় স্বজনদের ফিরে পেতে পরিবারের মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, পাথরঘাটা

২২ আগস্ট, ২০২২, ১ year আগে

পাথরঘাটায় স্বজনদের ফিরে পেতে পরিবারের মানববন্ধন

গভীর সমুদ্রে মাছ ধরার সময় ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবির পর গত কয়েকদিন ধরে ভেসে গিয়ে ভারতে অবস্থান নেয়া ৪৪সহ ওই দেশের কারাগারে বছরের পর বছর ধরে বন্দি থাকা জেলেদের মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ওই জেলে পরিবার গুলো।

সোমবার সকাল ১০ টায় দেশের বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্রে পাথরঘাটা বিএফডিসি ঘাটে এ মানববন্ধন করেন কয়েক হাজার জেলে, মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি, ঘাট শ্রমিক ইউনিয়ন, বিএফডিসি মৎস্য আড়তদার মালিক সমিতি, বিএফডিসি মৎস্য পাইকার সমিতি। পরে পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মাসুম মিয়া, পাথরঘাটা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভীন, বিএফডিসি মৎস্য আড়তদার মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর জোমাদ্দার, সাধারন সম্পাদক এনামুল হোসাইন, বিএফডিসি ঘাট শ্রমিক ইউনিয়ন সভাপতি মো. ফারুক আকন, জেলা ফিশিং ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মন্নান আকন, সাধারণ সম্পাদক দুলাল হোসেন।

বক্তারা বলেন, প্রতি বছর ঘূর্ণিঝড়ের কবলে পড়ে প্রচুর ট্রলার ডুবে যায় এবং জেলেদের প্রাণহানি ঘটে। দেশের পুষ্টির চাহিদা এবং রাজস্বের স্বার্থে জেলে তথা মৎস্যজীবীদের নিয়ে কেউ ভাবছেন না। জীবনের ঝুকি নিয়ে গভীর সাগরে মাছ শিকার করতে যায় উপকূলের জেলেরা।

ঘূর্ণিঝড়ের কবলে পড়ে কখনো মৃত্যূর কোলে ঢলে পড়েন আবার কখনো ঢেউয়ের তোরে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় অনুপ্রবেশ করে। যদিও প্রাকৃতিক দূর্যোগের কারণে বাংলাদেশী জেলেরা ভারতে প্রবেশ করে অথচ আমাদের জেলেদের প্রতি অমানসিক নির্যাতন করে, মামলা দিয়ে জেল হাজতে রাখে।

বছরের পর বছর ধরে বাংলাদেশি জেলেরা ভারতের কারাগারে কারা বরণ করছেন। অথচ কখনো কখনো ভারতের জেলেরা প্রাকৃতিক দুর্যোগ ছাড়াও নিজেরা ইচ্ছে করেও বাংলাদেশী জলসীমায় অনুপ্রবেশ করে কিন্তু তাহাদের সসম্মানে তাদের দেশে পাঠিয়ে দেয়া হয়। আমাদের জেলেদের বেলায় যত আইন।

তারা আরও বলেন, ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবে গিয়ে অসংখ্য জেলে ভাসতে ভাসতে ভারতে চলে গিয়ে এখন অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন। আবার কয়েকশ জেলে এখনো নিখোঁজ রয়েছে। তাদের এখনো কোন সন্ধান পাওয়া যায়নি মারা গেছে না জীবিত আছে তা কেউ বলতে পারছেন না।

বক্তারা দাবি করেন, দ্রুত ভারত থেকে জেলেদের ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কামনা করেছেন। এছাড়াও ভারতে থাকা জেলেদের ফিরিয়ে আনতে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী রয়েছেন। সেখানে তিনি জেলেদের সাথে দেখা করতে চাইলেও ঠিক মতো দেখা করতে দেয়া হয়নি। এ নিয়েও মানববন্ধনে জেলেরা ক্ষোভ প্রকাশ করেছেন।

পত্রিকাএকাত্তর /তাওহিদুল ইসলাম

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news