মাছে ক্ষতিকর রং ব্যাবহারে ব্যবসায়ীকে জরিমানা

উপজেলা প্রতিনিধি, মোরেলগঞ্জ

২১ আগস্ট, ২০২২, ১ year আগে

মাছে ক্ষতিকর রং ব্যাবহারে ব্যবসায়ীকে জরিমানা

মোরেলগঞ্জে পৌর সদরের মাছ বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সামুদ্রিক মাছে ক্ষতিকর রং প্রয়োগের অপরাধে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। (২১ আগস্ট) দুপুরে মোরেলগঞ্জের মাছ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুসারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ( ভূমি) মোঃ আঃ মালেক এ দণ্ডাদেশ প্রদান করেন।অপরদিকে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মেরিন ফিসারিজ কর্মকর্তা আবদুল্লাহ আল মোদাচ্ছের।

দণ্ডপ্রাপ্ত মাছ বিক্রেতা হলেন মোঃ মজনু মাতুব্বর (৫৫) বেশ কিছুদিন ধরে ‘ক্ষতিকর রাসায়নিক রং মিশিয়ে মাছ রঙিন করে বিক্রি করে আসছিলেন এক গোপন সংবাদের ভিত্তিতে মোরেলগঞ্জ পৌর সদরের মাছবাজারে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আঃ মালেক।তিনি আরও বলেন, এ সময় মজনু মাতুব্বর নামে এক ব্যবসায়ীকে সামুদ্রিক মাছ কিনে ক্ষতিকর রাসায়নিক রং মেশাতে দেখা যায়।

যা মানবদেহের জন্য খুবই ক্ষতিকর। ভোক্তা অধিকার আইনে তাকে ৫ হাজার টাকা জরিমানা এবং তার কাছে থাকা ২০ কেজি মাছ জব্দ করা হয়েছে। ‘ ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।এমন অভিযান পরিচালনায় খুশি মোরেলগঞ্জবাসী।

পত্রিকাএকাত্তর /নাজমুল

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news