বঙ্গোপসাগর থেকে ১৪ জেলে উদ্ধার

উপজেলা প্রতিনিধি, চরফ্যাশন

উপজেলা প্রতিনিধি, চরফ্যাশন

২১ আগস্ট, ২০২২, ১ year আগে

বঙ্গোপসাগর থেকে ১৪ জেলে উদ্ধার

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোট থেকে ১৪ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন আউট পোস্ট চর মানিকা। রবিবার (২১ আগস্ট) বিকাল বাংলাদেশ কোস্ট দক্ষিণ জোন আউট পোস্ট চর মানিকা স্টেশন কন্টিনজেন্ট কমান্ডার মো.অলিউল্লাহ এ তথ্য জানান।

তিনি বলেন, গত ১৬ আগস্ট মাছ ধরতে এম বি মায়ের দোয়া ট্রলারটি ১৪ জন জেলে ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চর কচ্ছপিয়া ঘাট থেকে বঙ্গোপসাগরে যান। পর দিন (১৭ আগস্ট) ঝাড়ের কবলে পরে ভারত চলে যান।

ভারত থেকে আসার পথে টানা ৪৫ ঘন্টা ইঞ্জিন চালানোর পর, ইঞ্জিনটি বিকল হয়ে যায় (২১ আগস্ট) বিকালে ভাসমান অবস্থায় চর পাতিলা ডাউনে বঙ্গোপসাগরের মোহনা থেকে টহলে থাকা কোস্ট গার্ড এম বি মায়ের দোয়া ট্রলারটি উদ্ধার করেন।

উদ্ধার কারি জেলেরা হলেন, আলমগীর মাঝি (৪৫), হারুন মুন্সি (৫০), নুরনবি (৪০), আলাউদ্দিন (৩৯), আবুল কালাম (৩৮), ইউনুস সিকদার (৫২), আলাউদ্দিন (৪২), ইসমাইল (৪১),অজিউল্লা (৫১) এরা চর মানিকা ইউনিয়নের স্থায়ী বাসিন্দা।

কবির (৩২), আবদুল বারেক(৫০), আবু সিকদার মাঝি (৪৮) আব্দুর রহিম(২৮) ইউনুস সিকদার (৩২) এরা চর কুকরী মুকরী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা। ১৪ জন জেলেসহ ট্রলারটি উদ্ধার করে চর কচ্ছপিয়া কোস্ট গার্ড অফিসে আনা হয়। সেখানে তাদেরকে খাবার ও প্রাথমিক চিকিৎসাসেবা প্রদান করা হয়। উদ্ধারকৃত জেলেদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

পত্রিকাএকাত্তর /শামছুদ্দিন খোকন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news