ডোমারে ইজি অটোবাইক সহ কিশোর নিখোঁজ

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

২১ আগস্ট, ২০২২, ২ years আগে

ডোমারে ইজি অটোবাইক সহ কিশোর নিখোঁজ

নীলফামারীর ডোমারে বাবার ইজি অটোবাইক সহ বাড়ি হতে বের হওয়ার পর থেকে নিখোঁজ হয়েছেন আরিফ হোসেন (১৪) নামের এক কিশোর। নিখোঁজের ঘটনায় আরিফের বড়বোন ঝরনা আক্তার কেয়া প্রধান ডোমার থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

নিখোঁজ হওয়া আরিফ হোসেন উপজেলার ডোমার পৌরসভার ৪নং ওয়ার্ডের ছোটরাউতা (কাজীপাড়া) এলাকার মো. আনোয়ার হোসেনের পুত্র।

আরিফের বড়বোন ঝরনা আক্তার কেয়া জানান, গত শুক্রবার (১৯শে আগস্ট) বিকালে আমার বাবার চার্জার অটো নিয়ে বাড়ি থেকে বেড়িয়ে যায় আরিফ। কিন্তু অনেক রাত্রী হলেও বাড়ী ফেরেনি সে। আমরা তার ব্যবহৃত মোবাইল নম্বরও বন্ধ পাওয়া যায়। এরপর এলাকার বিভিন্ন স্থানে, আত্মীয়-স্বজনদের বাড়ি, হাটবাজার এবং ভাইয়ের পরিচিত বন্ধুদের সাথে যোগাযোগ করি। কিন্তু কোথাও তার খোঁজ পাওয়া যাচ্ছে না। তাই শনিবার ডোমার থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।

নিখোঁজ হওয়া আরিফের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, গায়ের রং–শ্যামলা, মুখমন্ডল– লম্বাটে, চুল– কালো, পড়নে ছিল– নীল রঙের জিন্স প্যান্ট এবং সাদা রঙের গেঞ্জি। কোনো সহৃদয়বান ব্যক্তি আরিফ হোসেনের দেখা পেলে তার বড়ভাই মো. মিনালের মোবাইল নম্বর (০১৭৮৩৩৭৭০৩৪)-এ যোগাযোগ করার অনুরোধ করেছে পরিবার।এব্যাপারে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী নিখোঁজ ডায়েরীর বিষয়টি নিশ্চিত করে জানান, আরিফ হোসেন ও অটোটির সন্ধান করছে পুলিশ। আমরা দ্রুত সময়ে পেয়ে যাবো বলে আশাবাদী।

পত্রিকাএকাত্তর /আজমির রহমান রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news