দৌলতখানে ভুয়া দলিলের মাধ্যমে জমি দখল চেষ্টা

ভোলা জেলা প্রতিনিধি

১২ আগস্ট, ২০২২, ১ year আগে

দৌলতখানে ভুয়া দলিলের মাধ্যমে জমি দখল চেষ্টা

ভোলার দৌলতখানে জাল দলিল করে ৫৪ শতক জমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। উপজেলার চরখলিফা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মৃত মোশারেফ হোসেন নসুর ছেলে মো: জাকির এ অভিযোগ তুলেছেন তারই প্রতিবেশী মৃত আজিজ মহাজনের ছেলে নসু মহাজন (বর্তমানে মৃত), আ: লতিফ মহাজন ও আ: রব মহাজন সহ ১১ জনের বিরুদ্ধে।

জাকির অভিযোগ করে বলেন, নসু মহাজন, লতিফ মহাজন ও আ: রব মহাজন আমার দাদা শাহাদাৎ আলী মুন্সির চরখলিফা ইউনিয়নের কলাকোপা মৌজার ১৯৪২ সালের ১৫৯০ নং দলিলের নকল করে নিজেদের নামে একটি ভুয়া দলিল তৈরী করে।

এ দলিলটি যাচাই করতে ভূমি রেকর্ড দফতরে তল্লাশি দিলে আমাদের দলিলের একই সন তারিখও নম্বর সংবলিত উপজেলার হাজিপুর ইউনিয়নের হাজিপুর মৌজার রাবেয়া খাতুন, স্বামী ফজলে করিম নামীয় আরেকটি দলিল পাওয়া যায়।

একই নাম্বার ও তারিখের কোন দলিল তাদের নামে পাওয়া যায়নি। দেখা যায় ভুয়া দলিলটিতে আমাদের দলিলের নাম্বার ও সন তারিখ বসিয়ে দেয়া হয়েছে। এ জালিয়াতির বিরুদ্ধে আমার পিতা মৃত মোশারেফ হোসেন নসু মৃত্যুর পূর্বে ২০০৮ সালে ভোলা জেলা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নসু মহাজন, আ: লতিফ মহাজন ও আ:রব মহাজন সহ ১১ জনকে আসামী করে মামলা দায়ের করেছিলেন।

সে মামলায় আ: রব মহাজন ২ মাস জেলও খেটেছেন। এখন আমাদের অর্থাভাব ও অসহায়ত্বের সুযোগ নিয়ে আমাদেরকে ভয়ভীতি দেখিয়ে ভুয়া দলিলের মাধ্যমে ওই জমি বিক্রি করার পায়তারা করছে। এ ব্যাপারে আ: রব মহাজন মুঠোফোনে কোন মন্তব্য করতে রাজি হননি।

পত্রিকাএকাত্তর /নিয়াজ মাহমুদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news