ডোমারে দুই মাদকসেবির কারাদণ্ডাদেশ

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

১০ আগস্ট, ২০২২, ১ year আগে

ডোমারে দুই মাদকসেবির কারাদণ্ডাদেশ

মাদক সেবনের অপরাধে নীলফামারীর ডোমারে দুই মাদকসেবির এক মাস করে কারাদণ্ড ও পাঁচশো টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১০ই আগস্ট) দুপুরে ডোমার বনবিভাগ এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলম’র নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এর নীলফামারী জেলা কার্যালয়ের পরিদর্শক আলমগীর পাশা উপস্থিত ছিলেন।

মাদক সেবনের অপরাধে দণ্ডপ্রাপ্তরা হলেন—৭নং বোড়াগাড়ী ইউনিয়নের রাজপাড়া এলাকার মিতু চন্দ্রের পুত্র সবুজ চন্দ্র (২৮) ও ডোমার শহরের পুর্ব চিকনমাটি এলাকার ফজলুল হকের পুত্র সোহেল রানা (২৬)।

ডিএনসি সুত্রে জানা যায়, দুপুরে ডোমার বনবিভাগের ভেতরে নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনের সময় তাদের হাতেনাতে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দুই পিস করে ৪ পিস ট্যাবলেট পাওয়া যায়। পরে, ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুই জনকে এক মাস করে কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রমিজ আলম।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নীলফামারী জেলা পরিদর্শক আলমগীর পাশা বলেন, দণ্ডিতদের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। মাদকসেবিরা বনবিভাগের বেতবাগানের ভিতরে নিষিদ্ধ ট্যাবলেট ট্যাপেন্টাডল সেবন করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

পত্রিকাএকাত্তর /আজমির রহমান

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news