হবিগঞ্জের কুখ্যাত ডাকাত হেলাল গ্রেফতার

উপজেলা প্রতিনিধি, বানিয়াচং

৩১ জুলাই, ২০২২, ১ year আগে

হবিগঞ্জের কুখ্যাত ডাকাত হেলাল গ্রেফতার

হবিগঞ্জের কুখ্যাত পলাতক এক ডাকাতকে গ্রেফতার করে সদর থানা পুলিশ। গ্রেফতারকৃত ডাকাত হলো হবিগঞ্জ সদর উপজেলার ১০নং লস্করপুর ইউনিয়নের যমুনাবাদ গ্রামের সুরত আলীর পুত্র হেলাল মিয়া (৩৪)।

পুলিশ সূত্রে জানাযায়, কুখ্যাত এই হেলাল ডাকাতের বিরুদ্ধে সদর থানাসহ দেশের বিভিন্ন জেলা উপজেলায় ৯টি মামলা রয়েছে। এর মধ্যে ৭টি হলো ডাকাতির মামলা এবং ২টি হলো অস্ত্র মামলা। এসব মামলায় দীর্ঘদিন ধরে হেলাল পলাতক থেকে ডাকাতিসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছিল।

গতকাল ২৮জুলাই দিবাগত রাত ভোর ৪টায় ২৯জুলাই গোপন সংবাদের ভিত্তিতে হেলালের বাড়িতে অবস্থানের বিষয়টি জানতে পেরে হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজার নির্দেশে এএসআই শিবলু মজুমদার, এএসআই রেজাউর রহমান, এএসআই তাওহীদসহ একদল পুলিশ হেলালের বাড়িটি ঘিরে অভিযান চালিয়ে গ্রেফতার করতে সক্ষম হন।

পরে ডাকাত হেলালের বিরুদ্ধে থানার সকল মামলা পর্যালোচনা করে ৯টি মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী থাকার বিষয়টি নিশ্চিত করেন সদর থানা পুলিশ। এবং ২৯জুলাই সন্ধ্যার দিকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরন করা হয়।

এদিকে ডাকাত হেলাল গ্রেফতারে বিষয়ে এলাকাবাসী সদর থানা পুলিশকে সাধুবাদ জানিয়ে বলেন, হেলাল একজন আন্তঃজেলার চিহ্নিত ডাকাত দলের সদস্য ছিলো। এমনকি সে পলাতক থেকেও ডাকাতি করে যেতো।তার কারনে এলাকাবাসীও ভয়ের মধ্যে দিনাতিপাত করতেন। তাকে গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানান তারা।

পত্রিকাএকাত্তর /আকিকুর রহমান

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news