গুরুদাসপুরে নিষিদ্ধ জাল জব্দ ও পোনা উদ্ধার

উপজেলা প্রতিনিধি, গুরুদাসপুর

২৭ জুলাই, ২০২২, ১ year আগে

গুরুদাসপুরে নিষিদ্ধ জাল জব্দ ও পোনা উদ্ধার

নাটোরের গুরুদাসপুর অধ্যুষিত চলনবিল ও আত্রাই নদীতে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৫ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট, বাদাই ও চায়না জাল জব্দ করা হয়েছে।

সেই সাথে ৬০ কেজি বোয়াল ও টাকি মাছের পোনা উদ্ধার করা হয়েছে। উপজেলা মৎস্য অফিস জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে মঙ্গলবার দিনব্যাপি অভিযান চালিয়ে ওই নিষিদ্ধ জাল জব্দ ও পোনা মাছ উদ্ধার করে।

সিনিয়ির উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মহিদুল ইসলাম বলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেড মো. আবু রাসেলের নেতৃত্বে অভিযান চালিয়ে জব্দ করা জাল উপজেলা চত্বর পুকুর পাড়ে পেট্রোল দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মাছের পোনা স্থানীয় এতিম খানায় দেওয়া হয়। মাছের প্রজনন বৃদ্ধির স্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে মৎস্য অফিস জানিয়েছে।

পত্রিকাএকাত্তর /সোহাগ আরেফিন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news