বরগুনা থানাধীন দক্ষিন হেউলিবুনিয়ার শীর্ষ মাদক ব্যবসায়ী শিপন খান (৩৮) কে ১কেজি গাঁজা সহ গ্রেফতার করেছে বরগুনা জেলা গোয়েন্দা সংস্হা (ডিবি)পুলিশ।
বরগুনা জেলা গোয়েন্দা সংস্হা (ডিবি) অফিসার ইনচার্জ মো.শহিদুল ইসলাম খাঁন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে (২১ অক্টোবর) বৃহস্পতিবার রাত ১.৩০মিনিটের সময় বরগুনা থানাধীন কালিরতবক সুলিশবাজার তিন রাস্তা মোর জনৈক রিপনের মুদির দোকানের উওর পাশের পাকা রাস্তার উপরে আসামী শিপন খান (৩৮) পিং মৃত আনোয়ার হোসেন খান ২নং ওয়ার্ড দঃ হেলিবুনিয়া থানা জেলা বরগুনা এর ডান হাতে থাকা খাকি ও লাল কালারের বাজারের ব্যাগের ভিতর নীল পলিথিনে কসটেপ দিয়ে পেঁচানো এক কেজি গাঁজা সহ দডিবির সদস্যরা গ্রেফতার করে। ।
যার আনুমানিক বাজার মূল্য ৪০.০০০ টাকা। এই ঘটনায় শিপন খানের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে বরগুনা থানায় একটি মামলা রুজু হয়েছে। বরগুনার ডিবির ওসি শহীদুল ইসলাম জানান,এসপি মহোদয়ের দিক নির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
পত্রিকা একাত্তর / মনিরুল ইসলাম