ভোলা জেলার দক্ষিণ আইচা থানায় ৪পিচ ইয়াবাসহ মোঃ ইমরান হোসেন (৩৮) নামের মাদক বিক্রেতাকে আটক করেছে দক্ষিণ আইচা থানা পুলিশ ।
শুক্রবার সন্ধ্যায় করিম পাড়া বাজার থেকে গোপন সংবাদের ভিত্তিতে এস আই শামীম আহমদ সোহাগ এর নেতৃত্বে এস আই মোঃ জুলহাস ও রাজিবুল ইসলামসহ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, আটককৃত ইমরান হোসেন দক্ষিণ আইচা থানার, চর আইচা ৯ নং ওয়ার্ডের মৃত্যু আবুল বশারের পুত্র ।
দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন জানান, ইয়াবাসহ আটককৃত ব্যক্তি দীর্ঘ দিন যাবত দক্ষিণ আইচায় ইয়াবা বিক্রি করে আসছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পত্রিকা একাত্তর / শামছুদ্দিন খোকন