বরগুনার পাথরঘাটা নাচনা পাড়া এলাকা থেকে পাঁচশ দশ গ্রাম গাঁজাসহ মানিকখালি গ্রামের মোঃ সবুর হাওলাদারের ছেলে মোঃ কবির হাওলাদার (৩৪) কে আটক করে পাথরঘাটা থানা পুলিশ।
পাথরঘাটা থানায় যোগাযোগ করা হলে থানা ইনচার্জ মোঃ আবুল বাশার সত্যতা নিশ্চিত করেন। আসামির নিজ বাড়ীর সামনে কাঁচা রাস্তায় উপর মানিকখালী হইতে রাত ৯ টার সময় ৫১০ গ্রাম গাজা সহ আটক করে পাথরঘাটা থানা পুলিশ। কবির হাওলারের নামে মাদকদ্রব্য আইনে মামলা করে পাথরঘাটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে প্রেরণ করা হয়।
পাথরঘাটা থানার বিশেষ টিম কাজ করছিলেন, নেতৃত্ব দিয়েছেন এস আই সাইফুর রহমান, সাথে ছিলেন এ এস আই মিরাজ, মিজান,শেখর। কবির কে মাদকের বিশেষ অভিযানে টহলরত অবস্থায় গাজাঁসহ গ্রেফতার করা হয়। পুলিশের ভাষ্য সে নিজেই শিকার, এই প্রথম ব্যবসা শুরু তার ।
পত্রিকা একাত্তর / তাওহীদুল ইসলাম