মোহাম্মদপুরে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

২০ জুলাই, ২০২২, ১ year আগে

মোহাম্মদপুরে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

দৈনিক স্বাধীন বাংলা পত্রিকার স্টাফ রিপোর্টার আজমাইন মাহতাব এর ওপর ১৮ জুলাই সোমবার রাত ১১ টার দিকে আসিফ ও তার ভাই সোয়েব সন্ত্রাসী হামলা চালায়।

খোঁজ নিয়ে জানা গেছে, সাংবাদিক আজমাইন মাহতাব মোহাম্মদপুর জাকির হোসেন রোড আল মুখতার জামে মসজিদের গলির সামনে তার ওপর অতর্কিত হামলা করা হয়।

এ হামলায় আহত হত আজমাইন মাহতাব, এ বিষয়ে আজমাইন মাহতাব পত্রিকা একাত্তর কে জানান আমার বাসায় পাবনা ঈশরদী থেকে একজন মেহমান আসছিলেন তাকে নিয়ে আমার বড় ভাই “মোঃ ইরফান” রাতে অনুষ্ঠান শেষ করে বাসায় ফিরে এবং মোটর বাইক আল মুখতার জামে মসজিদের সামনে পাকিং করতে গেলে আসিফ ও তার ভাই সোয়েব পরিকল্পিত ভাবে তাদের উপর হামলা করে।

প্রথমে তারা মোটর বাইকের উপর থেকে টানা হিচড়ে করে পরে ধারালো ছুরি দিয়ে আক্রমন করতে গেলে আমার বড় ভাই ও মেহমান সরে যায় এবং তাদের ছুরির আক্রমনে আমার মোটর বাইকের বসার সিট ছিড়ে যায়।

আমি অফিস শেষ করে রাতে আমার বোনের বাসায় আসি আসিফ ও সোয়েব তারা কোন কথা না বলে আমার উপরও আক্রমন করে মাথায় আঘাত করে ও জামা-কাপড় ছিড়ে ফেলে এবং অকথ্য ভাষায় আমাদের গালি গালাজ দিতে থাকে।

আর আমাকে হুমকি দেয় হামলা কারি তারা আপন দুই ভাই আসিফ ও তার ছোট ভাই সোয়েফ উভয় পিতা আবু তাহের ওরফে (ডেমরু) বছিলায় তাদের মাংসের দোকান আছে বলে জানা যায়।

পত্রিকাএকাত্তর /সোহাগ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news