চট্টগ্রামে ৭ লক্ষ টাকার জাল নোটসহ একজন গ্রেফতার

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি

৯ জুলাই, ২০২২, ১ year আগে

চট্টগ্রামে ৭ লক্ষ টাকার জাল নোটসহ একজন গ্রেফতার

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একজন জাল টাকার ব্যবসায়ী চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন চট্টগ্রাম মেডিকেল কলেজ পূর্ব গেইট মদিনা ষ্টোরের সামনে জাল কারেন্সী নোট সহ অবস্থান করছে।

উক্ত তথ্যের ভিত্তিতে গত ০৮ জুলাই ২০২২ ইং তারিখ ১৪৪৫ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্নিত স্থানে অভিযান পরিচালনা করে আসামী মোঃ আশরাফুল ইসলাম (২৩), পিতা-মৃত হোসেন আলী সরদার, সাং-ফারুক পাড়া, থানা-লামা, জেলা-বান্দরবানকে আটক করে।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে ধৃত আসামীর স্বীকারোক্তি ও নিজ হাতে বের করে দেয়ামতে তার ডান হাতে রক্ষিত একটি সবুজ রংয়ের পলিথিনের ভিতর একটি কার্টুন বক্স হতে মোট ৭ লক্ষ টাকার জালনোট উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ জাল টাকাকে আসল টাকা বলে চালিয়ে আসছে। মূলত বান্দরবান থেকে সে এই জাল টাকা সংগ্রহ করে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন বাজার ছাড়াও নোয়াখালী, কুমিল্লা, ফেনী জেলাসহ বিভিন্ন জায়গায় বিক্রয় ও লেনদেন করে আসছে।

উল্লেখ্য যে, ঈদ-উল-আযহা'কে উপলক্ষ্য করে মানুষের ক্রয়-বিক্রয় পরিধি বৃদ্ধি পাওয়ার সুযোগে তাদের প্রস্তুতকৃত জাল টাকা গুলো মানুষের মাঝে আসল টাকা হিসেবে চালিয়ে জনগণকে ফাঁকি দিয়ে অতিরিক্ত মুনাফা অর্জনই ছিলো এই চক্রের মূল লক্ষ্য।গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত জাল টাকা সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পত্রিকাএকাত্তর /ইসমাইল ইমন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news