পার্বতীপুরে শিশু ধর্ষন মামলায় অভিযুক্তকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

১০ জানুয়ারী, ২০২২, ২ years আগে

পার্বতীপুরে শিশু ধর্ষন মামলায় অভিযুক্তকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড
ফাইল ছবি | পত্রিকা একাত্তর

দিনাজপুরের পার্বতীপুরে শিশু ধর্ষন মামলায় অভিযুক্ত সাইফুল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডে দন্ডিত করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক জেলা ও দ্বায়রা জজ শরীফ উদ্দিন আহমেদ। ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তাকে আরো ৬ মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। আজ সোমবার দুপুর ২টার দিকে ওই রায় ঘোষনা করেন তিনি। সাজা ভোগ করতে তাকে কারাগারে পাঠানো হয়েছে। তবে বেকসুর খালাস পেয়েছেন সহযোগি হিসেবে অভিযুক্ত আফজাল হোসেন কবিরাজ। গেল ২০১৬ সালের ১৮ অক্টোবর ধর্ষনের শিকার হন পুজা নামে ৫ বছর বয়সি ওই শিশু ।

মামলার বিবরনে জানা গেছে, ২০১৬ সালের ১৮ অক্টোবর পার্বতীপুর উপজেলার জমিরেরহাট তকেয়া পাড়ায় ওই ধর্ষনের ঘটনা ঘটে। বাড়ীর পাশে খেলার সময় নিখোজ হয় ৫ বছর বয়সি শিশু পুজা। পরদিন বাড়ীর পাশে হলদি ক্ষেত্রে রক্তাক্ত এবং মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় ল্যাম্প এবং পরবর্তীতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে ঢাকায় নিয়ে চিকিৎসা করানো হয়। চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে তাকে ডেকে নিয়ে ব্লেড দিয়ে যৌনাঙ্গ কেটে ধর্ষন করে প্রতিবেশী জহির উদ্দিনের ৪২ বছর বয়সি ছেলে সাইফুল ইসলাম।

এঘটনায় ২দিন পর ২০ অক্টোবর সাইফুল ইসলামকে প্রধান এবং সহযোগি হিসেবে আফজাল হোসেন কবিরাজ নামে আরেক ব্যক্তির বিরুদ্ধে পার্বতীপুর মডেল থানায় মামলা করেন মেয়ের পিতা পিকআপ ভ্যানের চালক ( সুবল চন্দ্র দাস)। ৭দিনের রিমান্ড শেষে ২০১৭ সালের ফেব্রুয়ারী মাসে অভিযুক্ত দুইজনের বিরুদ্ধে আদালতে চার্জশীট (অভিযোগপত্র) দাখিল করেন তদন্ত কর্মকর্তা উপ পরিদর্শক আবু সাঈদ।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news