কৃষকের নির্মম মৃত্যুর ঘটনায় চালক গ্রেফতার

ঢাকা জেলা প্রতিনিধি

ঢাকা জেলা প্রতিনিধি

৪ জুলাই, ২০২২, ১ year আগে

কৃষকের নির্মম মৃত্যুর ঘটনায় চালক গ্রেফতার

রাজধানীর গুলিস্তানে মনজিল এক্সপ্রেস পরিবহনের দুইটি বাসের রেষারেষিতে কৃষকের নির্মম মৃত্যুর ঘটনায় পুলিশের এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) চালক মো. আল-আমিনকে গ্রেপ্তার করেছে।

৩ জুলাই (রোববার) রাতে র‍্যাব-৩ এর একটি দল মুন্সিগঞ্জ সদর থেকে তাকে গ্রেপ্তার করে।

র‍্যাব-৩ এর স্টাফ অফিসার (অপস্ ও ইন্ট শাখা) অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ৪ জুলাই (সোমবার) দুপুরে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানাবেন র‍্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

উল্লেখ্য, জাহাঙ্গীর মাতব্বর (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয় গুলিস্তানে মনজিল পরিবহনের দুই বাসের রেষারেষির সময় একটির চাপায়। ওই ঘটনায় চালক পালিয়ে গেলেও বাসটি জব্দ হয়। গুলিস্তানের পূর্ব পাশের সড়কে দুর্ঘটনাটি ঘটে শনিবার সকাল ৮টার দিকে।

ফরিদপুরের বোয়ালমারীর পূর্বদি গ্রামের ইফাজ উদ্দিন মাতব্বরের ছেলে নিহত জাহাঙ্গীর মাতব্বর। চার মেয়ে ও স্ত্রীর রূপালী আক্তারকে নিয়ে গ্রামেই থাকতেন তিনি। পেশায় কৃষক জাহাঙ্গীর।

নিহতের ভাগনে মো. মনির জানান, মামার (জাহাঙ্গীর) শ্যালক শাকিল বিদেশ যাবেন। শুক্রবার তারা গ্রাম থেকে ঢাকায় আসেন মেডিকেল টেস্ট করাতে। এরপর পুরান ঢাকার সাত রওজায় মনিরের বাসায় থাকেন। জাহাঙ্গীর শ্যালকসহ ভায়রা ও ভাগনেকে নিয়ে ফকিরাপুল যাচ্ছিলেন শনিবার সকালে। রাস্তা পার হচ্ছিলেন তারা গুলিস্তানে নেমে। এসময় রেষারেষি করছিল দুটি বাস। তখন অন্যরা পার হয়ে গেলেও জাহাঙ্গীরকে একটি বাস চাপা দেয়। এতে তিনি মারা যান ঘটনাস্থলেই।

পত্রিকা একাত্তর /মোঃ আল-আমিন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news