জীবননগরে ভোক্তা অধিকারের অভিযানে নকল পণ্য জব্দ

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

৮ জুন, ২০২২, ১ year আগে

জীবননগরে ভোক্তা অধিকারের অভিযানে নকল পণ্য জব্দ

জীবননগর বাজারে ভোক্তা অধিকারের অভিযানে নকল পণ্য সহ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। জানা গেছে, প্রান কোম্পানির চুয়াডাঙ্গা এরিয়া ম্যানেজারের লিখিত অভিযোগের ভিত্তিতে বুধবার বেলা ১২ টার সময় জাতীয় ভোক্তা অধিকারের সহকারী পরিচালক সজল আহম্মেদ জীবননগর বাজারে বিভিন্য দোকানে অভিযান পরিচালনা করে, অভিযানে প্রান কোম্পানির লগ ব্যবহার করে নকল রবো স্পিড সহ ক্যামিকেল জাতীয় নকল পণ্য আটক করে সাথে সাথে নষ্ট করা হয়েছে।

এসময় জীবননগর পান বাজারের সামনে জোবায়ের স্টোরকে নকল পণ্য রাখার অপরাধে নগদ ৫০০০ হাজার টাকা জরিমানা করা হয় হয়েছে।

ভোক্তা অধিকার অভিযান পরিচালনার সময় ব্যবসায়ী এবং সকলের উদ্দেশ্য করে সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন নকল হইতে সাবধান, ব্যবসায়ী সহ সকলকে একটি কথাই বলবো আপনারা পণ্য ক্রয় -বিক্রয়ের পূর্বে আপনার হাতের পণ্যটি আসল কিনা তা যাচাই করে তার পরে কিনার পরামর্শ প্রদান করেন,ভোক্তাদের সার্থে এ অভিযান চলমান থাকবে।

পত্রিকা একাত্তর /তারিকুর রহমান

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news