ডোমারে প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

৫ জুন, ২০২২, ১ year আগে

ডোমারে প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

“শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমারে উপজেলা পর্যায়ের আন্তঃ প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ই জুন) সকাল ১০টায় উপজেলা শিল্পকলা একাডেমি ও শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত আন্তঃ প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলম।

এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. আব্দুল মালেক সরকার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মনজুরুল হক চৌধুরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আমির হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. রকিবুল হোসেন, মো. সোহেল শাহজাদা, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) হারুন অর রশীদ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এনামুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক আমিনুল হক বাবু, বাংলাদেশ প্রাথমিক স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি মায়েদুল হক বসুনিয়া তুর্য প্রমুখ।

উল্লেখ্য, আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় উপজেলার ১৫৮টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। আন্তঃ ক্রীড়া প্রতিযোগিতায় ১৩টি ইভেন্টে বালক-বালিকা ২৬ টি এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১৪ টি ইভেন্টে বালক-বালিকা ২৮টি, মোট ৫৪ টি ইভেন্টের উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার হিসেবে বই প্রদান করা হয়েছে।

পত্রিকা একাত্তর/ রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news