নাশকতার ২ মামলায় জামিন পেলেন ডা. শাহাদাত

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি

১৬ মে, ২০২২, ১ year আগে

নাশকতার ২ মামলায় জামিন পেলেন ডা. শাহাদাত

বন্দর নগরী চট্টগ্রামের চকবাজার থানার নাশকতার দুইটি মামলায় জামিন পেয়েছেন নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হােসেনের।

১৬ ই মে সোমবার ডা.শাহাদাত হোসেন সকালে চট্টগ্রাম আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত জামিন মঞ্জুর করেন।

এর আগে এ মামলায় হাজির না হওয়ার কারণে গত ১৩ মে বৃহস্পতিবার চট্টগ্রামের ৫ম অতিরিক্ত মহানগর দায়রা জজ নারগিস আক্তারের আদালত গ্রেপ্তারি পরােয়ানা জারি করেন।

মামলার অন্য আসামিরা হলেন, নুর হােসাইন, মাে. এমরান উদ্দিন ওরফে ইমরান, মাে. কামাল হােসেন, মাে. আব্দুল কাদের ওরফে শাহাজাহান, আনােয়ার হােসেন, মাে. আলমগীর, মাে. শফিক মিয়া, মাে. জালাল, এম এ হালিম ওরফে বাবু, আবু রায়হান উদ্দিন, আনােয়ার হােসেন ওরফে লম্বা আনােয়ার, মাে. সেকান্দর, মেজবাউল হক তামিম ও আব্দুর রহিম।

উল্লেখ্য যে২০১৮ সালের ২১ নভেম্বর মেহেদীবাগ এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটানাে হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে কারাগারে পাঠানাের প্রতিবাদে বিএনপির নেতাকর্মীরাই এ ককটেল বিস্ফোরণ ঘটায় এমনই অভিযােগ ছিলো।

এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে দুটি মামলা করা হয়। পরবর্তীতে ২০১৯ সালের ২১ মার্চ তদন্ত শেষ করে আদালতে চার্জশিট দাখিল করে মামলার তদন্তকারী কর্মকর্তা।

পত্রিকা একাত্তর /ইসমাইল ইমন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news