আলী উল্লাহ আলো হত্যার মামলায় দন্ডপ্রাপ্ত ৬

সদর উপজেলা প্রতিনিধি, কক্সবাজার

সদর উপজেলা প্রতিনিধি, কক্সবাজার

১১ মে, ২০২২, ২ years আগে

আলী উল্লাহ আলো হত্যার মামলায় দন্ডপ্রাপ্ত ৬

কক্সবাজারের টেকনাফে বহুল আলোচিত আলী উল্লাহ আলো হত্যার সাড়ে ১০ বছর পর মামলার রায় ঘোষণা করেছে কক্সবাজার জেলা দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল হোসেন এ রায় ঘোষণা করেন ছয় (৬) জনকে মৃত্যুদন্ড এবং দুই (২) জনকে বেকসুর খালাস দেয়া হয়।

বুধবার (১১ মে) বিকেল ৫ টায় এ রায় ঘোষণা করেন বলে জানায় আদালতে পাবলিক প্রসিকিটর ফরিদুল আলম (পিপি) তিনি বলে এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট কারণ মৃত্যুদন্ডে দন্ডিত ব্যাক্তি মামলার মধ্যে এটা দ্রুততার সঙ্গে নিষ্পত্তি হয়েছে বলে জানান। প্রথমে এ মামলা পাঁচ (৫) জন আসামির মধ্যে দিয়ে শুরু হয়েছিল। পরবর্তীতে সিআইডি তদন্তে মধ্যে দিয়ে আরও তিন (৩) জনকে যুক্ত করা হয়।

মামলা ধারা গুলো ( ৩০২,১০৯,১১৪) এ মামলাটা মৃত্যুদন্ডের মধ্যে দিয়ে মাইল পলক হয়ে থাকবে বলেন, পরবর্তী জনসাধারণের জন্য একটা বার্তা। দুই জন খালাস পাওয়ার ব্যাপারে জানতে চাইলে পাবলিক প্রসিকিটর (পিপি) বলেন এটা আগে পড়তে হবে, না পড়ে মন্তব্য করা যাবে না। এ রায়ে আসামিরা সর্বোচ্চ শাস্তি পেয়েছেন।

এ ব্যাপারে বাদির ( মোহাম্মদ আব্দুল্লাহ) পক্ষে জানতে চাইলে তিনি বলেন আমি উচ্চ আদালতে আপিল করবো। বাদির আইনজীবি অ্যাডভোকেট আমিন উদ্দিন বলেন যাদেরকে মৃত্যুদন্ড দেয়া হয়েছে তারা তো ভাড়াটিয়া তাদেরকে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা হয়েছে, মূল পরিকল্পনা কারীদেরকে খালাস দেয়া হয়েছে আমরা উচ্চ আদালতে আপিল করবো।

দন্ডপ্রাপ্তরা হলেন- ইসহাক কালু, কুমিল্লার ইয়াকুব, নওগাঁর সুমন, ঠাকুরগাঁওর ইয়াছিন, নজরুল ও মায়ানমারের সৈয়দুল আমিন এছাড়া খালাস পেয়েছেন দিদার মিয়া ও মুহিবুল্লাহ। রায় ঘোষণার সময় তিন (৩) জন আসামী আদালতে উপস্থিত ছিলেন এবং পাঁচ জন পলাতক ছিল। দীর্ঘ প্রক্রিয়া পর ১৯ জন সাক্ষী সাক্ষ্য প্রদানের মধ্যে দিয়ে শেষ হয়।

প্রসঙ্গ, ২০১১ সালে ৭ সেপ্টেম্বর টেকনাফ সদর ইউনিয়নে গোদার বিল এলাকার সাবেক চেয়ারম্যান আলী আহমদের দৌহিত্র বিএনপি অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ ছেলে আলী উল্লাহ আলোকে নিজ বাড়িতে নৃশংসভাবে জবাই করে হত্যা করা হয়। আলী উল্লাহ আলো (৮) বর্ডার বিজিবি পাবলিক স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র ছিল।

পত্রিকা একাত্তর /মোস্তাক আহমদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news