মেরিন ড্রাইভ রোডে ৩ ছিনতাইকারী আটক

জ্যেষ্ঠ প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক

১ মে, ২০২২, ২ years আগে

মেরিন ড্রাইভ রোডে ৩ ছিনতাইকারী আটক

কক্সবাজারের -টেকনাফে মেরিন ড্রাইভ রোডে র্যাব১৫ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী সী-বীচস্থ ( বিওপি লেখা সাইনবোর্ড সংলগ্ন) এলাকায় কতিপয় ছিনতাইকারীর একটি চক্র সক্রিয় অবস্থানের গোপন সংবাদ পায় র্যাব, (৩০ এপ্রিল শনিবার)

রাত আনুমানিক ২০. ২০ ঘটিকার সময় সেখানে অভিযান পরিচালনা করলে ছিনতাইকারী র্যাবের গতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় তিন (৩) ছিনতাইকারীকে আটক করে র্যাব-১৫ এর একটি দল। তাদেরকে তল্লাশি করে ছিনতাই কাজে ব্যবহৃত ১টি রামদা এবং ১টি লোহার চেইন দিয়ে তৈরি একটি বিশেষ অস্ত্র উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন ১। মোহাম্মদ ইব্রাহিম (২২) পিতা, ফরিদ আহমদ, সাং, উত্তর লম্বরী ২ নং ওয়ার্ড টেকনাফ সদর ২। আব্দুল খালেক (১৮) পিতা, বশির আহমদ, সাং, আলীর ডেইল ২ নং ওয়ার্ড সাবরাং ইউপি ৩। মোহাম্মদ সাহাব উদ্দিন (২৩) পিতা, সালেহ আহমদ, সাং, কোনাপাড়া ৮ নং ওয়ার্ড সেন্টমার্টিন ইউপি সর্বদয় টেকনাফ থানা, জেলা কক্সবাজার।

স্থানীয় সূত্রে জানা যায় তারা উভয় পেশাদার ছিনতাইকারী এবং বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে এলাকায় ছিনতাইয়ে, অপরাধ কাজে জড়িত এমন কি, একজন সিএনজি চালক জানায় আমাদের চালকদের রাত্রে ভয়ভীতি হয় শুধু আমাদের এলাকায় (বিশেষ করে নোয়াখালীয়া পাড়া থেকে দক্ষিণ লম্বরীর মধ্যে) আসলে।

আমরা ৭০- ৮০ কিলোমিটার পাড়ি দিলে কোথায়ও ভয় লাগে না অথচ এলাক ডোকলে ভয় লাগে বলে জানা যায়। এমন একটি চক্র মেরিন ড্রাইভে সিএনজি এবং ব্যাটারি চালিত টমটমকে লক্ষ করে ছিনতাইয়ে ঘটনা অহরহর বলে জানায়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

পত্রিকা একাত্তর / মোস্তাক আহমদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news