প্রধানমন্ত্রীর ঈদ উপহার ৭ বস্তা চাল উদ্ধার, ইউপি সদস্য আটক

সুনামগন্জ জেলা প্রতিনিধি

২৯ এপ্রিল, ২০২২, ২ years আগে

প্রধানমন্ত্রীর ঈদ উপহার ৭ বস্তা চাল উদ্ধার, ইউপি সদস্য আটক
প্রতীকী ছবি

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার সীমান্ত ঘেষা এলাকা থেকে ঈদ উপলক্ষে দোস্তদের মধ্যে বরাদ্দকৃত প্রধানমন্ত্রীর ঈদ একটি মুদির দোকান থেকে সরকারি সাত বস্তা ভিজিএফের চাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ইউপি সদস্যা সহ দুইজনকে পুলিশ আটক করেছে। আটককৃত হলেন, শ্রীপুর উত্তর ইউনিয়নের ১ নং ও ২ নং ওয়ার্ডের ইউপি সদস্যা মিনারা বেগন ও দোকানদার ইছব মিয়া।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী লালঘাট গ্রামের মৃত মিছির আলীর ছেলে ইছব মিয়ার মুদি দোকান থেকে ভিজিএফের সাত বস্তা চাল উদ্ধার করে থানা পুলিশ। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলাজদ্দিন উপস্থিত ছিলেন।

জানা যায়, আসন্ন ঈদ উপলক্ষে তাহিরপুর উপজেলার ১নং শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের ৯ ওয়ার্ডের দুঃস্থদের মধ্যে জনপ্রতি ১০ কেজি করে বিতরণের জন্য ৩১ মেট্রিক টন ৪৬০ কেজি ভিজিএফের চাল বরাদ্দ দেয়া হয়।

মঙ্গলবার সকালে তা ইউনিয়ন পরিষদে বিতরণের সময় ইউনিয়নের সংরক্ষিত ১ ও ২নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য মিনারা বেগম তার ওয়ার্ডের ২০০ জন উপকারভোগীর নামে মাস্টারবোল দাখিল করে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণের নামে ৪০ বস্তা ভিজিএফের চাল চুরি পাচার করে নেন।

পরে সুযোগ বুঝে বুধবার রাতে ভিজিএফের বেশ কয়েক বস্তা পালঘাট সড়কে থাকা মুদি দোকানদার ইহুব মিয়া সহ কয়েকজনের কাছে বিক্রয় করে দেন। একপর্যায়ে বিষয়টি জানাজানি হলে বুধবার রাতে স্থানীয় লোকজন উপজেলা নির্বাহী অফিসারের কে অবগত করেন।

পরে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশ্যে উপজেলার এসিল্যান্ডের উপস্থিতিতে সাড় বস্তা চাল পুলিশ জব্দ করে। শ্রীপুর উত্তর ইউনিয়নের ১ও ২নং সংরক্ষিত ওয়ার্ডের সদস্যা মিনারা বেগম বলেন, শামছুল হককে ১ বস্তা সহ ৫ বস্তা চাল লালঘাট গ্রামের ২৫ জনের নামে দেওয়া হয়েছিল। বিক্রি করার জন্য দেয়া হয়নি।

এ বিষয়ে উত্তর শ্রীপুর ইউনিয়ন চেয়ারম্যান আলী হায়দার বলেন, আমি মাষ্টার রোলের মাধ্যমে সব ইউপি সদস্যদের মধ্যে চাল বিতরণ করি। পরে গতকাল বুধবার রাতে জানতে পারলাম ইউপি সদস্য মিনারা বেগম চাল নিয়ে বিতরণ না করে বিক্রি করে দেয়। বিষয়টি অত্যন্ত দুঃখজনক হলেও কঠিন অপরাধ করেছেন।

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রায়হান কবির জানান, ভিজিএফের চাল উদ্ধার করা হয়েছে, চাল বিতরণ না করে আত্মসাৎ করায় সংশ্লিষ্ট সংরক্ষিত ওয়ার্ডের ইউপি সদস্যসহ জড়িতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ তরফদার বলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী মাসুদুর রহমান বাদী হয়ে আটককৃত ইউপি সদস্যা মিনারা বেগম ও আম্বিয়া খাতুনকে আসামী করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অপকর্মের সাথে কারা জড়িত বিষয়টি খটিয়ে দেখা হবে।

পত্রিকা একাত্তর /শাহীন মিয়া

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news