চাঁদার দাবীতে ভাঙচুর ও লাঞ্ছনা, ৬ জনের নামে মামলা

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

৪ এপ্রিল, ২০২২, ২ years আগে

চাঁদার দাবীতে ভাঙচুর ও লাঞ্ছনা, ৬ জনের নামে মামলা

নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ি হাটের চামারপাড়া মোড়ে আইনজীবীর কাছে চাঁদার দাবীতে চেম্বার ভাঙচুর সহ লাঞ্ছনা করার অভিযোগে বাদী হয়ে আদালতে মামলা করেছেন আইনজীবী খাইরুল ইসলাম নাঈম।

শুক্রবার (১লা এপ্রিল) আনুমানিক বিকাল সাড়ে ৪টায় এক লক্ষ টাকা চাঁদার দাবীতে আইনজীবী খাইরুল ইসলাম নাঈমকে নিজ চেম্বারের সামনে মোটরসাইকেল থামিয়ে লাঞ্ছিত করে অভিযুক্ত ৬ জন ব্যক্তি। টাকা দিতে অস্বীকৃতি জানালে আইনজীবী নাঈমের চেম্বারে ভাঙচুর চালায় তারা। ঘটনার পরিপ্রেক্ষিতে আজ সোমবার (৪ঠা এপ্রিল) নীলফামারীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাহীন কবিরের আদালতে পিটিশন মামলা দায়ের করেন খাইরুল ইসলাম নাঈম।

আইনজীবী খাইরুল ইসলাম নাঈম জানান, এলাকার ৬ সন্ত্রাসী যথাক্রমে জয়দেব চন্দ্র মহন্ত, গোপাল চন্দ্র রায়, সাইদুল ইসলাম, কাকন চন্দ্র দাস, বিশ্বদেব দাস, জামিনি চন্দ্র রায় তার ল’চেম্বারে হামলা চালিয়ে ভাঙচুর করে। এই ৬ জনকে আসামী করে আদালতে মামলা করা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী এ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী বলেন, আসামীগণ যে-ধরনের অপরাধ সংঘটিত করেছে, তাদের বিরুদ্ধে ১৪৩/৪৪৭/৩৪১/৩২৩/৩৮৫/৪২৭/৩৪ দণ্ডবিধি দায়ের করে মামলা দেয়া হয়েছে। মামলা নং—পি-২৭/২২

আইনজীবী খাইরুল ইসলাম নাঈমের উপর চাঁদার দাবীতে হামলা, ভাঙচুর ও লাঞ্ছনার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে নীলফামারী জেলা আইনজীবী সমিতির সদস্যরা।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news