মাদক মামলায় সুন্দরগঞ্জের একজনের ১০ বছরের কারাদণ্ড

উপজেলা প্রতিনিধি, সুন্দরগঞ্জ

৯ মার্চ, ২০২২, ২ years আগে

মাদক মামলায় সুন্দরগঞ্জের একজনের  ১০ বছরের কারাদণ্ড

গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার মাদক মামলায় লাজু সরদার নামে একজনের ১০ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (৯ মার্চ) দুপুরে গাইবান্ধা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, উপেন্দ্র চন্দ্র দাস এই রায় প্রদান করেন। সাজাপ্রাপ্ত আসামি লাজু সরদার সুন্দরগঞ্জ পৌরসভা ৩ নং ওয়ার্ডের মৃত কামাল সরদারের ছেলে। আদালত সূত্রে জানা যায়, বিগত ২৩-০৬-২০২০ তারিখ বিকাল ৫.৩০ ঘটিকায় সুন্দরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২১ পুড়িয়া হেরোইন ও ১২ পিস ইয়াবাসহ পুলিশ তাকে হাতেনাতে আটক করে।

আসামী কে জিজ্ঞাসাবাদে স্বীকারোতিতে সুন্দরগঞ্জ থানার তৎকালিন পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ বুলবুল হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে আসামীর বসতঘরের ভিতর থেকে আরো ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ৮(ক) ও ১০(ক) ধারায় সুন্দরগঞ্জ থানায় মামলা হয়। মামলাটি নিস্পত্তি করতে ৮ জন পুলিশ ও একজন স্থানীয় সাক্ষীর সাক্ষ্য গ্রহন করা হয়। রায় প্রকাশের পর আসামীকে কারাগারে পাঠানো হয়।

পত্রিকা একাত্তর/ হযরত বেল্লাল

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news