প্রাচীন আমলের দুর্লভ মূর্তি সহ সংঘবদ্ধ চক্রের ১০ সদস্য আটক

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

৯ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

প্রাচীন আমলের দুর্লভ মূর্তি সহ সংঘবদ্ধ চক্রের ১০ সদস্য আটক

পঞ্চগড়ের বোদা উপজেলায় প্রাচীন আমলের দুর্লভ মূর্তি সহ সংঘবদ্ধ চক্রের ১০ সদস্যকে আটক করেছে বোদা থানা পুলিশ। গ্রেফতারকৃত সকলেই নীলফামারীর ডোমার উপজেলার বাসিন্দা।

মঙ্গলবার (৮ই ফেব্রুয়ারী) রাত আনুমানিক আড়াইটায় বোদা উপজেলার ৬নং মাড়েয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাড়েয়া বাজারের কবির মার্কেটে গোপন সংবাদের ভিত্তিতে বোদা থানার এসআই আমজাদ হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ চক্রের ১০ সদস্যকে দুর্লভ মূর্তি সহ তিনটি ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন—নীলফামারীর ডোমার উপজেলার খামার বামুনিয়া ডেপিরপাড় এলাকার শ্রী মধুরাম রায়ের পুত্র জীবন চন্দ্র রায় (৩০), পশ্চিম বড় রাউতা এলাকার মো. আব্দুস সালামের পুত্র মো. আবু হানিফ (৪০), বড় রাউতার মো. সুফিয়ার রহমানের পুত্র মো. জিয়ারুল ইসলাম (২৮), মো. আজিবার রহমানের পুত্র মো. ফারুক ইসলাম (৩৪), মো. আব্দুল লতিফের পুত্র মো. রেজাউল ইসলাম (৩০), চিকনমাটি বসতপাড়া এলাকার মৃত দারাজ মিয়ার পুত্র মো. আবু তালেব (৪৮), বাগডোকরা মাহিগঞ্জের হরিশ চন্দ্র রায়ের পুত্র শরৎ চন্দ্র রায় (২০), পাগলাবাজার চিলাই এলাকার আনসারুল হকের পুত্র মো. ফরহাদ হোসেন (৩৪), বড় রাউতার মৃত আব্দুর রহমানের পুত্র মো. আব্দুর গফুর (৪৫) এবং পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার খুটামারা সরকারপাড়া এলাকার শ্রী নবদ্বীপ চন্দ্র রায়ের পুত্র বিরেশ চন্দ্র রায় (২১)।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাড়েয়া বাজারে অভিযানকালে একটি দুর্লভ মূর্তি, ৩টি মোটরসাইকেল, ১০টি মোবাইল সহ ১০ জনকে আটক করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

পত্রিকা একাত্তর/ রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news