ডোমারে হত্যাকাণ্ডে আহত শিশু ইয়াসিনকে আর্থিক সহায়তা প্রদান

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

৩১ আগস্ট, ২০২২, ১ year আগে

ডোমারে হত্যাকাণ্ডে আহত শিশু ইয়াসিনকে আর্থিক সহায়তা প্রদান

নীলফামারীর ডোমার উপজেলার নয়ানী বাগডোকরায় আজকের নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় আহত ১৪ দিনের শিশু ইয়াসিনের সুচিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার (৩১শে আগস্ট) সন্ধ্যায় ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মা হারানো ১৪ দিনের শিশু ইয়াসিনের সুচিকিৎসার জন্য নীলফামারী জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করেন—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলম।

এসময় হত্যাকাণ্ডের ঘটনায় আহত শিশু ইয়াসিনের ভবিষ্যৎ দেখভালের প্রয়োজন হলে উপস্থিত তার নানা আব্দুল করিম এবং ৭নং বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম রিমুনকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

উল্লেখ্য, অদ্য দুপুরে বোড়াগাড়ী ইউনিয়নের নয়ানী বাগডোকরার হরতকীতলা এলাকায় পারিবারিক কলহের জেরে জিয়ারুল ইসলাম নামে এক যুবক তার স্ত্রী ও ৩ বছর বয়সী শিশু কন্যা সন্তানকে কুপিয়ে হত্যা করে। এসময় কোলে থাকা ১৪ দিনের শিশু সন্তান ইয়াসিনকে পাশের জমি ক্ষেতে ফেলে দেওয়া হয়। এতে সে গুরুতর আহত হয়।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news