মাঠ পরিষেবা প্রদানকারীদের ভূমিকা ও দায়িত্ব সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে নীলফামারীর ডোমারে তিনদিন ব্যাপী রিফ্রেশার ওরিয়েন্টেশন প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে আজ।
রবিবার (১৬ই অক্টোবর) সকালে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এমইএন্ডএইচএমডি ও ডিজিএমই এর বাস্তবায়নে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে তিনদিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন—ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রায়হান বারী।
রিফ্রেশার ওরিয়েন্টেশন প্রশিক্ষণে মাঠ পরিষেবা প্রদানকারীদের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. মো. মনিরুজ্জামান রুকু।
এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক মো. বেলাল উদ্দীন, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মো. হাবিবুর রহমান সিদ্দিকী, পরিসংখ্যানবিদ লায়লা ইয়াসমিন চৌধুরী, স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আল-আমিন রহমান প্রমুখ সহ সকল স্বাস্থ্যকর্মীগণ।
উল্লেখ্য, মাঠ পরিষেবা প্রদানকারীদের দায়িত্ব ও ভূমিকা সম্পর্কিত সচেতনতা তৈরির লক্ষ্যে রিফ্রেশার ওরিয়েন্টেশন প্রশিক্ষণ আগামী ১৮ই অক্টোবর (মঙ্গলবার) পর্যন্ত চলবে।
পত্রিকা একাত্তর / রিশাদ