প্রথমবারের মতো মঞ্চে দাঁড়ালাম- ভাবনা


বিনোদন ডেস্ক প্রকাশের সময় : ০১/১১/২০২২, ৯:৪৫ অপরাহ্ণ / ৫৮
প্রথমবারের মতো মঞ্চে দাঁড়ালাম- ভাবনা

আশনা হাবিব ভাবনা বাংলাদেশের একজন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী। এছাড়াও তিনি একজন পুরস্কার প্রাপ্ত নৃত্যশিল্পী।ভাবনা তার অভিনয় জীবন শুরু করেন “নট আউট” নাটকের মাধ্যমে। এটাই ছিল তার প্রথম টিভি নাটক। পরে তিনি একের পর এক টিভি ধারাবাহিকে কাজ করতে থাকেন। ২০১৭ সালে তিনি তার চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন ভয়ংকর সুন্দর চলচ্চিত্রের মাধ্যমে। অভিনয় ঘিরেই তার সকল ব্যস্ততা।

দীর্ঘদিন ধরে ভাবনা অভিনয়ের সঙ্গে জড়িত থাকলেও মঞ্চে তিনি কখনো অভিনয় করেননি। তবে এবার প্রথমবার মঞ্চে নাটকে দেখা গেছে। শনিবার (২৯ অক্টোবর) বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে এবং তার অনুভূতির কথা জানান ভাবনা।

তিনি লেখেন, প্রথমবারের মতো মঞ্চে দাঁড়ালাম অভিনেতা হিসেবে। সত্যি এক অসাধারণ অনুভূতি। আমি সবসময় চাই ভালো অভিনেতা হতে আর এই যাত্রায় আমি কখনোই কোনো ছাড় দিতে চাই না। আর অভিনেতা হওয়ার জন্যে পথ খুঁজি প্রতিনিয়ত, আর সেই পথ দেখান আমাকে সৈয়দ জামিল আহমেদ এবং মহসিনা আক্তার। যাদের কাছে আমি কৃতজ্ঞ। স্পর্ধা’র সঙ্গে কাজ করতে পেরে আমি অবশ্যই আনন্দিত। আজকে মনে হচ্ছে গত দুই মাসের কষ্ট সার্থক হয়েছে। ভালো খেলুন অথবা খারাপ, কিন্তু সঠিকভাবে খেলুন।

পত্রিকা একাত্তর / মাসুূদ পারভেজ