বিয়ে করলেন প্রীতম হাসান-শেহতাজ মুনিরা


বিনোদন ডেস্ক প্রকাশের সময় : ২৯/১০/২০২২, ৮:৩৮ অপরাহ্ণ / ১১১
বিয়ে করলেন প্রীতম হাসান-শেহতাজ মুনিরা

মডেল-অভিনেত্রী শেহতাজ মুনিরা হাশেম ও সংগীতশিল্পী প্রীতম হাসানের বিয়ে হল (২৮ অক্টোবর)। সিলেটের পাঁচতারকা একটি হোটেলে দুই তারকার বিয়ের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। হোটেল গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফে বিয়ের অনুষ্ঠান সারেন এই দুই তারকা।

গণমাধ্যমকে জানিয়েছেন প্রীতম হাসান,ছোট্ট পরিসরে বিয়ের অনুষ্ঠান সারা হয়েছে। এতে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) শেহতাজ ও প্রীতমের গায়ে হলুদের অনুষ্ঠান হয়।

শুক্রবার নিজের টাইমলাইনে বিয়ের একাধিক ছবি পোস্ট করেছেন প্রীতম হাসান। সোশ্যালে পোস্ট করা ছবিতে প্রীতম ও শেহতাজকে বেশ উচ্ছ্বসিত দেখাচ্ছিল। এ সময় প্রীতম পাঞ্জাবি পরা ছিলেন এবং শেহতাজ ছিলেন গোলাপী রঙের পোশাকে।

জানা গেছে, পাঁচ বছর আগে ‘জাদুকর’ গানের মিউজিক ভিডিওতে প্রীতমের সঙ্গে মডেল হয়েছিলেন শেহতাজ। সেখান থেকে তাঁদের ভালো লাগা শুরু হয়। সবশেষে তাদের বিয়ে সম্পূর্ণ হয়।

পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ