ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি। আজ ২৪ অক্টোবর। হালের জনপ্রিয় নায়িকা পরীমনির ৩১তম জন্মদিন। শুভ জন্মদিন পরিমনি। পত্রিকা একাত্তর এর পক্ষ থেকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। ১৯৯২ সালের ২৪ অক্টোবর সাতক্ষীরায় পরীমনির জন্ম। শৈশবে বাবা মনিরুল ইসলাম ও মা সুলতানাকে হারানোর পর পিরোজপুরে নানা শামসুল হক গাজীর কাছে পরীমনির বেড়ে উঠা।
পরীমনি মডেলিং এর মাধ্যমে মিডিয়ায় অভিষেক ঘটে।মুক্তির আগেই ২৩টি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়ে বিরল রেকর্ড গড়েন পরীমনি। ছবি মুক্তির আগেই মিডিয়ায় নানা ধরনের খবরের জন্ম দিয়ে আলোচিত-সমালোচিত হয়েছেন তিনি।
শাহ আলম মন্ডল পরিচালিত “ভালোবাসা সীমাহীন” সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক ঘটে পরীমনির,তার বহুল আলোচিত ছবি “রানা প্লাজা” নানা জটিলতার কারনে এখনো আলোর মুখ দেখেনি।
“মহুয়া সুন্দরী” সিনেমার জন্য পান বাবিসাস পুরস্কার।ওয়াজেদ আলী সুমনের অ্যাকশনধর্মী “রক্ত” ছবিতে নতুনভাবে আবির্ভূত হোন।হালের সুপারস্টার শাকিব খানের সাথে জুটি বেঁধে করেছেন দুটি চলচ্চিত্র।মালেক আফসারির “অন্তর জ্বালা’ ছবিতে সোনাই চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন।সর্বশেষ, সব কিছু ছাপিয়ে গেছেন গিয়াস উদ্দিন সেলিমের “স্বপ্নজাল” সিনেমার শুভ্রা চরিত্রে অভিনয়।
বর্তমানে যিনি নজরকাড়া গ্ল্যামার নিয়ে ঢাকাই চলচ্চিত্রে দাপটের সঙ্গে অভিনয করে যাচ্ছেন তিনি পরিমনি। পরীমনি এবারের জন্মদিনে নতুন চমক থাকছে। প্রতিবারের মত এবারও আমন্ত্রিত অতিথিদের জন্য ড্রেস কোড নির্ধারণ করে দিয়েছেন। এবার জন্মদিনের ড্রেস কোড হিসেবে মেয়েদের জন্য সাদা রং নির্ধারণ করা করেছে। ছেলেদের জন্য অ্যাকোয়া রং।
কার্ডে একটি শান্তির পায়রা উড়ছে। সঙ্গে শ্বেত শুভ্র পালক। এবারও ঘটা করে পালন করবেন জন্মদিন। প্রতিবছর রাজধানীর পাঁচ তারকা হোটেলে এই গ্ল্যামার কন্যার জন্মদিন অনুষ্ঠান বেশ জমকালো আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়।
জানাগেছে, রাজধানী আন্তর্জাতিক কনভেনশন হলে পালিত হবে এবারের জন্মদিন। জন্মদিনের আয়োজনে পরী আমন্ত্রণ জানিয়েছেন প্রিয় মানুষদের। এরই মধ্যে নিমন্ত্রণ কার্ড চলে গেছে আমন্ত্রিত অতিথিদের কাছে।
এবারের জন্মদিনটা একটু ভিন্ন এই প্রথমবার তার ছেলে ও স্বামী শরীফুল রাজ এবং নিজের ও শ্বশুর বাড়ির পরিবারের সাথে জন্মদিন পালন করবেন। প্রতিবছর পরীমনি নানাকে সঙ্গে নিয়ে জন্মদিনের কেক কেটেছেন। কিন্তু এবার পরীর ছেলে রাজ্যের হাতে জন্মদিনের কেক কাটবেন। মানুষের ভালোবাসার মাঝে পরীমনির জন্মদিন বিশেষ হয়ে ওঠে। সবাই যখন দিনটিতে আমার প্রতি ভালোবাসা প্রকাশ করে তখন ভালো লাগে।
পরীমনি বলেন, মানুষের ভালোবাসা নিয়েই এতোটা পথ এসেছি। সামনের দিনগুলোতে মানুষের ভালোবাসা নিয়েই এগিয়ে যেতে চাই। ভালো কিছু সিনেমায় অভিনয় করে মানুষের হৃদয়ে জায়গা করে নিতে চাই।
পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ