চেয়ারম্যানের বিরুদ্ধে দূর্নীতি ও অনিয়মের অভিযোগ

উপজেলা প্রতিনিধি, বানিয়াচং

২ আগস্ট, ২০২২, ১ year আগে

চেয়ারম্যানের বিরুদ্ধে দূর্নীতি ও অনিয়মের অভিযোগ

হবিগঞ্জের বানিয়াচংয়ে এক ইউপি চেয়ারম্যানের দূর্নীতি ও অনিয়মের দায়ে ৮জন ইউপি সদস্য (মেম্বার) জেলা প্রশাসক বরাবরে অভিযোগ দায়ের করেছেন।

জানাযায় উপজেলার ১৫নং পৈলারকান্দি ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে অতিবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের তথ্য প্রেরণে অনিয়ম দুর্নীতির অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন ঐ ইউনিয়নের ইউপি সদস্যরা। গত ০১ আগষ্ট ১নং ওয়ার্ড সদস্য মিজানুর রহমান, ২নং ওয়ার্ড সদস্য তাজুল ইসলাম, সংরক্ষিত নারী সদস্য ফাতেমাসহ ৮জন সদস্য এ অভিযোগটি করেন।

অভিযোগ থেকে আরও জানা যায়,ইউপি সদস্যদের সমন্বয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অতিবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের তথ্য প্রেরণের জন্য নির্দেশনা দেয়া হয়। কিন্তু চেয়ারম্যান বিএনপি দলের লোকদের এবং টাকার বিনিময়ে বিভিন্ন উপজেলার ও একই পরিবারের ৪ জন তার একক সিদ্ধান্ত মতে তথ্য প্রেরণ করেন।

উক্ত তালিকায় মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার লোক রয়েছে। ৩নং ওয়ার্ডের লোকদের মিথ্যা তথ্য দিয়ে ২নং ওয়ার্ডের তালিকায় অর্ন্তভুক্ত করে প্রেরণ করেছেন। এ ছাড়া ২, ৪,৫,৬,৮ নং ওয়ার্ডের কোনো নাম নেই।এরকম আরও অনিয়মের উল্লেখ করা হয় অভিযোগে। এ বিষয়ে প্রতিকার চেয়ে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

এব্যাপারে ১৫নং পৈলারকান্দী ইউনিয়নের অভিযুক্ত চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন চৌধুরী সাথে মুঠোফোনে (০১৭১৯-৮৪১৭০৫) নাম্বারে রাত ৯টা ১২মিনিটে যোগাযোগ করা হলে, তিনি ফোনটি রিসিভ না করায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

এব্যাপারে বানিয়াচং উপজেলা পিআইও কর্মকর্তা মলয় কুমার দাসের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এরকম একটি অভিযোগ শুনেছেন এবং এই বিষয় নিয়ে তাদের তদন্ত চলছে। এব্যাপারে বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্ম সিংহ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এখনো ফাইনাল নামের তালিকা তৈরী হয়নি।

তবে এবিষয়টি হতিয়ে দেখা হচ্ছে। তবে এব্যাপারে এখনো কোন ফাইনাল তালিকা তারা তৈরী করেননি বলেও জানান।

পত্রিকাএকাত্তর /আকিকুর রহমান

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news