২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া সিনেমা ‘জয় বাংলার ধ্বনি’। এটি ৬০ লাখ টাকা পেয়েছে অনুদানে। এ ছবির কাহিনি লিখেছেন বীর মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ নেতা শাজাহান খান, এমপি।
আসাদুজ্জামান নূর দীর্ঘদিন অভিনয় করে মুগ্ধতা ছড়িয়েছেন। উপহার দিয়েছেন বাকের ভাইয়ের মতো কালজয়ী চরিত্রও। তবে এবারই প্রথমবার একজন রাজাকার চরিত্রে কাজ করতে যাচ্ছেন।
আসাদুজ্জামান নূর রাজাকার হয়ে অভিনয় করবেন ‘জয় বাংলার ধ্বনি’ সিনেমায়। মুক্তিযুদ্ধের গল্পের এ সিনেমাটি পরিচালনা করছেন খ ম খুরশীদ।
আসাদুজ্জামান নূরের অভিনয়ের খবব নিশ্চিত করেছেন পরিচালক।তিনি বলেন, আমাদের দেশের একজন জনপ্রিয় ও সর্বজনশ্রদ্ধেয় অভিনেতা আসাদুজ্জামান নূর। আমার সিনেমায় তাকে পেয়ে আনন্দিত আমি। তিনি এ ছবিতে রাজাকার চরিত্রে কাজ করবেন। আশা করি তার ভক্ত-অনুরাগীরা চরিত্রটি উপভোগ করবেন।
পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ