বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে অভিনেত্রী নিপুণকে নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন পীরজাদা হারুন। চিত্রনায়িকা নিপুণ আক্তার বাজে মেয়ে উল্লেখ করে নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লিখেছেন
নিপুণ একটা বাজে মেয়ে-
নিপুন একটি বাজে মেয়ে,তার স্বভাব চরিত্রে প্রোবলেম আছে বহুবিধ।তাই সে নিজেকে স্বাভাবিক জীবনযাত্রায় নিয়োজিত রাখতে না পেরে অস্বীভাবিক পথ বেছে নেয় আর একারনেই কিন্তু তাকে বিতর্কিত হতে হয় প্রায়শঃ। একমাত্র আমিই তার ভবিষ্যতের বিষয়ে সঠিক সিদ্ধান্ত দিয়েছিলাম-কারন আমি তো বিচারক ছিলাম,আর এই বিচারকগন বাস্তবতার প্রমান, কাগজপত্র যাচাই-বাছাই করেই কিন্তু আদেশ দিয়ে থাকেন আর আমিও নিপুণের বিষয়ে সকলকিছু সঠিকভাবে, ন্যায়সঙ্গতভাবে বিচার বিশ্লেষন করেই আমার আদেশ দিয়েছিলাম, এতে কিন্তু বিন্দুমাত্র আমার কোন স্বর্থ ছিলো না আর তাতে কে কি বললো,সেটা আমি পরোয়া করি না, কারন আমি সঠিক ছিলাম আর আমি জানি সঠিক সকল সময় সত্য এবং সত্য একদিন প্রকাশ পাবেই,সন্দেহের কোন কোন বেড়া জাল যদিও সত্য প্রকাশকে মাঝে মাঝে বিলম্বিত করে ঠিকই কিন্তু তা সাময়িক, পরে কিন্তু আসল সত্যি ঠিকই বের হয়ে আসে। তাই আমিও তার মেয়ের বিষয়ে সঠিক আদেশটিই আদালতে দিয়েছিলাম, পরে বাস্তবে কি হয়ে ছিলো তা সিনেমার রঙ্গীন পর্দায় দেখুন আগামীকাল হতে—সিনিমা “বীরত্ব” পরিচালনায় “সাইদুল ইসলাম রানা”। চরিত্রঃ- নিপুণ “পতিতা” আর আমি “বিচারক”
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) ৩৪ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সাইদুল ইসলাম রানা পরিচালিত সিনেমা ‘বীরত্ব’। চলচ্চিত্রের প্রধান দুই চরিত্রে জুটি বেঁধে প্রথমবার অভিনয় করেছেন চিত্রনায়ক মামনুন ইমন ও মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-এর মঞ্চ থেকে আসা নিশাত নাওয়ার সালওয়া।
সিনেমার গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন নিপুণ আক্তার ও পীরজাদা শহীদুল হারুন। পতিতা চরিত্রে নিপুণ ও আইনজীবী চরিত্রে হারুন অভিনয় করেছেন। প্রাচরণার কৌশল হিসেবে নিপুণ প্রসঙ্গে এভাবেই পোস্ট করেছেন বলে জানা গেছে।
পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ