ডোমারে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

২৮ জুন, ২০২২, ১ year আগে

ডোমারে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত

মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে নীলফামারীর ডোমারে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ।

মঙ্গলবার (২৮শে জুন) দুপুরে ডোমার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মাদকের অপব্যবহার রোধে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালায় সভাপতিত্ব করেন—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলম।

এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. আব্দুল মালেক সরকার, ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. নুরননবী সহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, মসজিদের ইমাম ও মুয়াজ্জিন সহ সুধীজন উপস্থিত ছিলেন।

কর্মশালায় বক্তারা বলেন, ‘মাদক ভয়ঙ্কর একটি অভিশাপ। মাদক ভবিষ্যত প্রজন্মকে ধ্বংস করছে। সন্ত্রাস ও অপরাধের অন্যতম কারণ হিসেবে দাঁড়িয়েছে মাদক। তাই মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগে মাদকের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান চালাতে হবে।

মাদকের অভিশাপ সম্পর্কে মানুষকে সচেতন করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। আগামীতে শিশুদের ভালো মানুষ হিসাবে গড়তে মাদক থেকে দূরে রাখার চেষ্টা করতে হবে। মাদকের অপব্যবহার রোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।’

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news