মহানবী (সাঃ) কে কটুক্তির প্রতিবাদে ডোমারে বিক্ষোভ

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

১১ জুন, ২০২২, ১ year আগে

মহানবী (সাঃ) কে কটুক্তির প্রতিবাদে ডোমারে বিক্ষোভ

ভারতের ক্ষমতাসীন দল বিজেপি’র নেতা নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে কটুক্তির প্রতিবাদে নীলফামারীর ডোমারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ই জুন) বাদ জুম্মা ‘প্রতিবাদী ডোমার উপজেলাবাসী’ এর আয়োজনে ডোমার বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেলগেট মোড়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সাবেক ছাত্রনেতা লোকমান হোসেন লাভলু’র সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন—বিশিষ্ট ব্যবসায়ী আনু ইসলাম, ডা. ওমর ফারুক, সংস্কৃতি কর্মী সোহেল এস কে, প্রতিবাদী ডোমার উপজেলাবাসী’র মুখপাত্র সুমন আহমেদ, ছাত্রনেতা রাকিব হাসান মানিক, মজিদুল ইসলাম, সামিউল আরেফিন হৃদয় প্রমূখ।

বক্তারা বলেন, মহানবী (সাঃ) ধর্মপ্রাণ মুসলমানদের প্রাণের স্পন্দন। বিজেপি নেতা নূপুর শর্মা সহ সকল কটুক্তিকারীদের ফাঁসি দেওয়া হোক। যাতে ভবিষ্যতে আর কেউ মহানবী (সাঃ) কে নিয়ে বাজে মন্তব্য করার দুঃসাহস না দেখায়। সেইসাথে মধ্যপ্রাচ্যের মতো বাংলাদেশেও ভারতীয় পণ্য বয়কটের দাবী জানানো হয়।

বিক্ষোভ শেষে নূপুর শর্মার ছবি পুড়িয়ে দেয় বিক্ষোভকারীরা। জুম্মার নামাজের পর অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে অংশ নেন ডোমার শহর এলাকার বেশ কয়েকটি মসজিদের মুসল্লিবৃন্দ।

পত্রিকা একাত্তর/ এআর

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news