নায়িকার হাত ধরে চটকা-চটকি করতে দেখি নাই-পরীমণি


বিনোদন ডেস্ক প্রকাশের সময় : ১৫/১০/২০২২, ৭:৪২ অপরাহ্ণ / ২৫৩
নায়িকার হাত ধরে চটকা-চটকি করতে দেখি নাই-পরীমণি

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি বর্তমানে সংসার ও পুত্র সন্তানকে নিয়ে দিন কাটচ্ছে। শুটিং থেকে দূরে আছেন কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে সরব পরীমণি।

সম্প্রতি “দামাল” সিনেমার সংবাদ সম্মেলনের একটি ছবিতে দেখা যায় নায়িকা বিদ্যা সিনহা মিমের হাত শক্ত করে ধরে রেখেছেন শরিফুল রাজ। কিন্ত পাশেই দাঁড়িয়ে থাকা নায়ক সিয়াম কারও হাত স্পর্শ করে দাঁড়াননি। খুব সাবলীল ভঙ্গিতে ছবির জন্য পোজ দিয়েছেন তিনি। সেই ছবি দেখেই স্বামী শরীফুল রাজের ওপর ভীষণ চটেছেন পরীমনি। স্বামীর কথা মুখে না নিয়ে সিয়ামকে প্রশংসা করলেন পরীমণি।

সিয়ামের চারিত্রিক বৈশিষ্ট্য উল্লেখ করে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন পরীমণি -সিয়ামকে সিনেমার বাইরে কোনো নায়িকার হাত ধরে চটকা-চটকি করতে দেখি নাই কোনো দিন। তার এ ব্যাপারটা আমার হেব্বি লাগে (পাশে লাভ ইমোজি জুড়ে দেন)।

এ পোস্টে বোঝা যাচ্ছে, সিনেমার বাইরে স্বামীর এ রকম পোজ মোটেও ভালো লাগেনি পরীমনির। এতে প্রশ্ন উঠেছে— রাজ-পরীর সংসারে আগুন লেগেছে কি?

পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ