ঢাকাই চলচ্চিত্রের একসময়ের সাড়া জাগানো নায়িকা মুনমুন। দীর্ঘ ৮ বছর পর আসছে ১৪ অক্টোবরে মুক্তি পেল মুনমুনের নতুন সিনেমা। মিজানুর রহমান মিজান পরিচালিত এ সিনেমার নাম ‘রাগী’। সারাদেশের আজ শুক্রবার ২৮ সিনেমা হলে মুক্তি পেয়েছে।
এ চলচ্চিত্রে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবির চৌধুরী, আঁচল, মৌমিতা মৌ, শতাব্দী ওয়াদুদ, মারুফ আকিব, খালেদা আক্তার, শাকিল আহমেদ, কাজী হায়াৎ, অন্তরা জামান, ববি, জিয়া তালুকদার, আর এফ রোমিও, লায়ন। প্রযোজনা করছেন জাকিরা খাতুন জয়া।
১. মধুমিতা – ঢাকা
২. চিত্রামহল – ইংলিশ রোড, ঢাকা
৩. বিজিবি – ঢাকা
৪. আনন্দ – ফার্মগেট, ঢাকা
৫. গীত – দোলাইপার, ঢাকা
৬. নিউ গুলশান – জিঞ্জিরা, কেরানীগঞ্জ
৭. নিউ মেট্রো – নারায়নগঞ্জ
৮. চাঁদমহল – কাঁচপুর
৯. সেনা অডিটোরিয়াম – সাভার
১০. চন্দ্রিমা – শ্রীপুর
১১. ঝুমুর – জয়দেবপুর
১২. মধুবন সিনেপ্লেক্স – বগুড়া
১৩. শাপলা – রংপুর
১৪. ছায়াবিনি – ময়মনসিংহ
১৫. মর্ডান – দিনাজপুর
১৬. চিত্রালী – খুলনা
১৭. বিজিবি – সিলেট
১৮. মালঞ্চ – টাঙ্গাইল
১৯. মাধবী – মধুপুর
২০. রাজিয়া – নাগরপুর
২১. মনিকা – শায়েস্তাগঞ্জ
২২. আনন্দ সিনেপ্লেক্স – গুরুদাসপুর
২৩. তামান্না – সৈয়দপুর
২৪. পান্না – মুক্তারপুর
২৫. দুলাল – ফেনী
২৬. অভিরুচি – বরিশাল
২৭. পূর্বাশা – সান্তাহার
২৮. স্বপ্নপুরী – শ্রীনগর।
পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ
আপনার মতামত লিখুন :