আজ (১০ অক্টোবর) এ প্রজন্মের মডেল ও অভিনেত্রী সোহানা সাবার জন্মদিন আজ। ১৯৮৬ সালের আজকের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। একাধারে তিনি ছোট এবং বড় পর্দায় জনপ্রিয় তারকা।
সোহানার জন্মদিনে ভক্ত-অনুরাগী ও কাছের মানুষদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন। তাকে শুভেচ্ছা জানাচ্ছেন সবাই সামাজিক যোগাযোগমাধ্যমে।
সোহানা সাবা তার শিক্ষাজীবন শুরু করেন আজিমপুর লেডিস ক্লাব কিন্ডার গার্ডেনে। তার পরে ঢাকা ল্যাবরেটরি স্কুল থেকে মাধ্যমিক পাশ করেন। ১৯৯২ সালে ঢাকা মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করেন সাবা। শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি থেকে ফ্যাশন বিভাগে স্নাতক শেষ করেন অভিনেত্রী।
সোহানা সাবা তার বাবা মায়ের হাত ধরেই মিডিয়া জগতে আসেন। তিনি বাবুল একাডেমি থেকে নাচ এবং ছায়ানট থেকে অভিনয়ে প্রশিক্ষণ নেন। অভিনেত্রী হলেও তিনি ক্যারিয়ার শুরু করেন নাচের মাধ্যমে।
অভিনেত্রী কবরী পরিচালতি ‘আয়না’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর খেলাঘর, প্রিয়তমেষু, চন্দ্রগ্রহণ, বৃহন্নলা ও আব্বাস সিনেমা ছাড়াও অসংখ্যা নাটকে অভিনয় করেছেন তিনি। দেশের গণ্ডি ছাড়িয়ে সাবা অভিনয় করেছেন কলকাতার চলচ্চিত্রেও। অয়ন চক্রবর্তী পরিচালিত ‘ষড়রিপু’ চলচ্চিত্রে রহস্যময়ী চরিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনয় করতেই বেশি ভালোবাসেন এ মডেল। অভিনয়ের পাশাপাশি প্রযোজনায়ও মন দিয়েছেন এ অভিনেত্রী।
আজ এই অভিনেত্রী জন্মদিনে পত্রিকা একাত্তর এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
পত্রিকা একাত্তর/মাসুদ পারভেজ