জবিতে প্রতি আসনে ভর্তিচ্ছু ১৫ জন


জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশের সময় : ৩০/১০/২০২২, ১১:৩৪ পূর্বাহ্ণ / ৯৮
জবিতে প্রতি আসনে ভর্তিচ্ছু ১৫ জন

গুচ্ছ ভুক্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য ৪৩ হাজার ৫১১ শিক্ষার্থী আবেদন করেছেন। যা গড়ে জবির প্রতি আসনের বিপরীতে ১৫ জন।

রবিবার (৩০ অক্টোবর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও সমন্বিত গুচ্ছ কমিটির সদস্য সচিব প্রকৌশলী মো. ওহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরোও বলেন, আগামী ৭ নভেম্বর আবেদনকারী শিক্ষার্থীদের প্রথম মেধা তালিকা প্রকাশ করা হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২ হাজার ৭৬৫ আসনে ভর্তি হতে এ বছর ‘এ’ ইউনিটে (বিজ্ঞান) ২৪ হাজার ৯০০, ‘বি’ ইউনিটে (মানবিক) ১০ হাজার ১৪ ও ‘সি’ ইউনিটে (বাণিজ্য) ৬ হাজার ২৪৮ আবেদন পড়েছে। এছাড়া ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগে ৭৯৫, চারুকলা বিভাগে ৯০৯, নাট্যকলা বিভাগে ৩৩৩ ও সংগীতে ৩৫২ শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছেন। এছাড়াও বেশ কিছু শিক্ষার্থী বিভিন্ন কোটায় আবেদন করেছেন।

উল্লেখ্য, গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার প্রতি ইউনিটের আবেদন ফি ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয় হলো—জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় (নেত্রকোনা), বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়,

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোপালগঞ্জ), কুমিল্লা বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় (কিশোরগঞ্জ) এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

পত্রিকা একাত্তর / অশ্রু মল্লিক