দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতকটি অবশেষে ফিল্মি কায়দায় উদ্ধার করা হয়েছে।

চুরি’র ২৪ ঘন্টার মধ্যে শিশুটি উদ্ধার করে প্রসূতি মায়ের কাছে ফেরত দিয়েছে পুলিশ। হাসপাতাল থেকে নবজাতক চুরি’র ঘটনার সাথে জড়িত শিউলী বেগম (২২) নামে এক নারীকেও পুলিশ আটক করেছে। এ ঘটনায় ব্যাপক তোলাপাড় চলছে।

দিনাজপুরের চিরিরবন্দর থানার মাহাদানি গ্রামের দিনমজুর আব্দুল লতিফের স্ত্রী জাহেদা বেগম প্রসব ব্যাথা নিয়ে রবিবার দুপুরে ভর্তি হন দিনাজপুর জেনারেল হাসপাতালে। সোমবার সকালে একটি কন্যাশিশুর জন্ম দেন তিনি। গতকাল দুপুরের পর জাহেদা তার বোন হাজেরার কাছে নবজাতককে রেখে শৌচাগারে যান। সে সময় অপরিচিত এক নারী নবজাতককে তার কাছে রেখে হাজেরার বোনকে সাহায্য করার পরামর্শ দেন। সরল বিশ্বাসে হাজেরা নবজাতককে ওই নারীর কাছে রেখে যান। কিছুক্ষণ পর তারা ফিরে এসে দেখেন নবজাতককে নিয়ে সটকে পড়েছেন অপরিচিত ওই নারী। পরে তাদের চিৎকার চেচামেচিতে টনক নড়ে হাসপাতাল কর্তৃপক্ষের।

বিষয়টি কোতয়ালী থানাকে জানালে নবজাতককে উদ্ধারে তৎপরতা শুরু করে পুলিশ। হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখে নবজাতককে উদ্ধারে জোর প্রচেষ্টা অব্যাহত রাখে পুলিশ। দিনাজপুর পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল আজ মঙ্গলবার দুপুরে দিনাজপুর সদরের শেখপুরা ইউনিয়নের জয়দেবপুর শাহাপাড়া গ্রামে অভিযান চালায়। সেখান থেকে উদ্ধার করা হয় হাসপাতাল থেকে চুরি হয়ে যাওয়া শিশুটি। সেই সাথে আটক করা হয় শিউলী বেগম (২২) নামে এক নারীকে। শিউলী ওই এলাকার মোঃ মোস্তাফিজুর রহমান। মোন্তাফিজুর তার দ্বিতীয় স্বামী। শিউলী’র প্রথম ঘরে দু’টি সন্তান রয়েছে। মোস্তাফিজুরের সাথে দুই বছর আগে দ্বিতীয় বিয়ে হলেও এখনো সন্তান হয়নি।

লালন-পালনের উদেশ্যেই নবজাতকটিকে কৌশলে হাসপাতাল থেকে শিউলী চুরি করেছিলো বলে প্রাথমিক জিঞ্জাসাবাদে জানিয়েছে।

হাসপাতাল থেকে নবজাকত চুরির ঘটনায় ব্যাপক তোলপাড় শুরু হলেও হাসপাতালের আবাসিক মেডিকেল আফিসার ঘটনার দায় চাপান নবজাতকের অভিভাবকদের ওপর। তিনি বলেন, অভিভাবকের অসচেতনার কারণে নবজাতকটি চুরি হয়।

তবে, স্বজনদের অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলার জন্য নবজাতককে হারাতে হচ্ছিলো তাদের।

হাসপাতালে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক জানান, শিশুটি সুস্থ্য ও ভালো আছে।

">

হাসপাতাল থেকে চুরি যাওয়া নবজাতক উদ্ধার, জড়িত নারী আটক

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

৪ জানুয়ারী, ২০২২, ২ years আগে

হাসপাতাল থেকে চুরি যাওয়া নবজাতক উদ্ধার, জড়িত নারী আটক

দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতকটি অবশেষে ফিল্মি কায়দায় উদ্ধার করা হয়েছে।

চুরি’র ২৪ ঘন্টার মধ্যে শিশুটি উদ্ধার করে প্রসূতি মায়ের কাছে ফেরত দিয়েছে পুলিশ। হাসপাতাল থেকে নবজাতক চুরি’র ঘটনার সাথে জড়িত শিউলী বেগম (২২) নামে এক নারীকেও পুলিশ আটক করেছে। এ ঘটনায় ব্যাপক তোলাপাড় চলছে।

দিনাজপুরের চিরিরবন্দর থানার মাহাদানি গ্রামের দিনমজুর আব্দুল লতিফের স্ত্রী জাহেদা বেগম প্রসব ব্যাথা নিয়ে রবিবার দুপুরে ভর্তি হন দিনাজপুর জেনারেল হাসপাতালে। সোমবার সকালে একটি কন্যাশিশুর জন্ম দেন তিনি। গতকাল দুপুরের পর জাহেদা তার বোন হাজেরার কাছে নবজাতককে রেখে শৌচাগারে যান। সে সময় অপরিচিত এক নারী নবজাতককে তার কাছে রেখে হাজেরার বোনকে সাহায্য করার পরামর্শ দেন। সরল বিশ্বাসে হাজেরা নবজাতককে ওই নারীর কাছে রেখে যান। কিছুক্ষণ পর তারা ফিরে এসে দেখেন নবজাতককে নিয়ে সটকে পড়েছেন অপরিচিত ওই নারী। পরে তাদের চিৎকার চেচামেচিতে টনক নড়ে হাসপাতাল কর্তৃপক্ষের।

বিষয়টি কোতয়ালী থানাকে জানালে নবজাতককে উদ্ধারে তৎপরতা শুরু করে পুলিশ। হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখে নবজাতককে উদ্ধারে জোর প্রচেষ্টা অব্যাহত রাখে পুলিশ। দিনাজপুর পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল আজ মঙ্গলবার দুপুরে দিনাজপুর সদরের শেখপুরা ইউনিয়নের জয়দেবপুর শাহাপাড়া গ্রামে অভিযান চালায়। সেখান থেকে উদ্ধার করা হয় হাসপাতাল থেকে চুরি হয়ে যাওয়া শিশুটি। সেই সাথে আটক করা হয় শিউলী বেগম (২২) নামে এক নারীকে। শিউলী ওই এলাকার মোঃ মোস্তাফিজুর রহমান। মোন্তাফিজুর তার দ্বিতীয় স্বামী। শিউলী’র প্রথম ঘরে দু’টি সন্তান রয়েছে। মোস্তাফিজুরের সাথে দুই বছর আগে দ্বিতীয় বিয়ে হলেও এখনো সন্তান হয়নি।

লালন-পালনের উদেশ্যেই নবজাতকটিকে কৌশলে হাসপাতাল থেকে শিউলী চুরি করেছিলো বলে প্রাথমিক জিঞ্জাসাবাদে জানিয়েছে।

হাসপাতাল থেকে নবজাকত চুরির ঘটনায় ব্যাপক তোলপাড় শুরু হলেও হাসপাতালের আবাসিক মেডিকেল আফিসার ঘটনার দায় চাপান নবজাতকের অভিভাবকদের ওপর। তিনি বলেন, অভিভাবকের অসচেতনার কারণে নবজাতকটি চুরি হয়।

তবে, স্বজনদের অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলার জন্য নবজাতককে হারাতে হচ্ছিলো তাদের।

হাসপাতালে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক জানান, শিশুটি সুস্থ্য ও ভালো আছে।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news