শিল্প এবং উদ্যোক্তা উন্নয়ন মন্ত্রীর সাথে বৈঠক


MD Polash Hossin প্রকাশের সময় : ০১/১০/২০২২, ৬:১৪ অপরাহ্ণ / ৮৯৭
শিল্প এবং উদ্যোক্তা উন্নয়ন মন্ত্রীর সাথে বৈঠক

মালয়েশিয়ার পেনাং প্রদেশ প্রধান মাননীয় গভর্নর (প্রদেশ প্রধান) তুয়ান ইয়াং তেরুতামা তুন দাতো’ সেরি উতামা আহমেদ ফুজি আবদুল রাজাক ও মালয়েশিয়ার পেনাং রাজ্যের বাণিজ্য, শিল্প এবং উদ্যোক্তা উন্নয়ন মন্ত্রী এবং পেনাং রাজ্য আইনসভার প্রাক্তন স্পিকার দাতো হাজী আব্দুল হালিম বিন হাজি হুসেনের সাথে পৃথক সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র প্রতিনিধিদল৷ ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মালয়েশিয়া, চাইনিজ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও মালে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতাদের সঙ্গেও বিএমসিসিআইয়ের প্রতিনিধিদল বৈঠক করেন।

পত্রিকা একাত্তর / Moon M. Rajib