দীর্ঘ ১৮ ঘণ্টা পর হাঁস ব্যবসায়ী লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, সরিষাবাড়ী

২৭ জানুয়ারী, ২০২২, ২ years আগে

দীর্ঘ ১৮ ঘণ্টা পর হাঁস ব্যবসায়ী লাশ উদ্ধার
প্রতীকী ছবি | গুগল থেকে সংগ্রহীত | পত্রিকা একাত্তর

জামালপুরের সরিষাবাড়ীতে নদীতে হাঁস খুঁজতে গিয়ে আব্দুল লতিফ নামের এক ব্যবসায়ী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। নিখোঁজ আব্দুল লতিফ ওরফে নোতি পাগলা (৬০) পেশায় একজন হাঁস ব্যবসায়ী।

গতকাল বুধবার (২৬ জানুয়ারি) উপজেলা পোগলদিঘা ইউনিয়নের বয়ডা ব্রিজ এলাকায় নিখোঁজ হন তিনি। নিখোঁজ ব্যবসায়ী সরিষাবাড়ী পৌরসভা ভুড়ারবাড়ি গ্রামের মৃত ইয়াকুব মণ্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদশী সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে লতিফুর রহমান উপজেলার বিভিন্ন বাজারে হাঁস মুরগি ক্রয় বিক্রয় করে আসছেন। তেমনি গতকাল বয়ড়া বাজারে হাঁস মুরগি ক্রয় বিক্রয় করতে যান।পথিমধ্যে ব্রিজের উপর আসার পর হাঁসটি উড়াল দিয়ে পানিতে চলে যায় । লোকটি তার হাসঁটিকে ধরার জন্য হাঁসের পিছু নেয় অতঃপর গায়ের অন্যান্য পোশাক খুলে শুধুমাত্র লুঙ্গি পড়ে পানিতে নেমে যায় হাঁসটিকে ধরার জন্য । কিছুক্ষণ পর মানুষ নদীর পারে কাপড় পরে থাকতে দেখে সন্দেহ করে এবং ডুবুরি ও ফায়ার সাভির্সের সহায়তায় অনেক খোঁজাখুঁজি করেও লোকটাকে খুঁজে পায়না। এবং দীর্ঘ ১৮ ঘন্টা পর তার লাশ উদ্ধার করা হয়।

সরিষাবাড়ী ফায়ার সার্ভিস কর্মকর্তা রইছ উদ্দিন ও জামালপুরের ফায়ার সার্ভিস কর্মকর্তা শহিদুল ইসলামের নেতৃত্বে ডুবুরি তারা মিয়া, সহকারী পিন্টু মিয়া’সহ ৫ সদস্যর একটি ডুবুরী দল সন্ধ্যা পর্যন্ত চেষ্টা চালিয়ে উদ্ধারে ব্যার্থ হয়ে ফিরে যান এবং এবং দীর্ঘ ১৮ ঘণ্টা পর সকালে তার লাশ উদ্ধার হয়।

পত্রিকা একাত্তর/সিহাব উদ্দিন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news