ভোলার বোরহানউদ্দিনে বৃদ্ধার উপর আতর্কিত হামলার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

২৫ জানুয়ারী, ২০২২, ২ years আগে

ভোলার বোরহানউদ্দিনে বৃদ্ধার উপর আতর্কিত হামলার অভিযোগ
বৃদ্ধার উপর আতর্কিত হামলা | পত্রিকা একাত্তর

ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের নজির আহম্মেদ হাওলাদার বাড়ির ছালেম হাজী (৭৮) বৃদ্ধার উপর আতর্কিত হামলার অভিযোগ, একই এলাকার প্রতিবেশী জেবল হক (৫৫) ও তার ছেলে আল-আমীন, (৩৬)রুহুল আমিন,( ৪২) রাশেদ(২৮) ও তার নাতি শাকিল (২২) এর উপর।

এ ব্যাপারে আহত ছালেম হাজীর ছেলে মো খোকন নজির সাংবাদিকদের বলেনগত ২৩ তারিখ সকাল ৯ টার দিকে আমার বাবার সাথে জেবল হকের কথার কাটাকাটি হয়, আমার বাবা মাগরিবের নামাজের পর পান বিক্রি করা টাকা আনতে সেন্টার বাজারে যাওয়ার পথে বাজারের কাছাকাছি জেবল হকের ছেলে আলামিনের চা দোকানের সামনে গেলে, জেবল হক আমার বাবাকে পিছন থেকে জরিয়ে দরে, সাথে সাথেই তার ছেলে আলামিন, রুহুলআমিন রাসেদ, শাকিল রড ও এস এস পাইভ দিয়ে এলোপাতারি মারতে থাকে, আমার বাবা বেহুশ অবস্থায় একটা স্বর্ণকারের দোকানে দৌড়ে গিয়ে উঠে জীবন রক্ষা করার জন্য, দোকানের ভিতরে গিয়ে বাবাকে আবারও রড দিয়ে মারতে থাকে, এরপর তার ছেলে আলামিন চা দোকানে কাজ করা বডি দিয়ে বাবার মাথায় আঘাত করে, আমার বাবা এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পরে কিন্তু তাদের আঘাত করা বন্ধ হয়নি।

আমার বাবা শুধু বাচাঁও বাচাঁও বলে চিৎকার দিতে থাকে কেউ এগিয়ে ধরতে আসলে তাকেও মারার হুমকি দিলে কেউই এগিয়ে আসেনি। খবর শুনে আমার ছোট ভাই ইলিয়াস বাড়িতে চিৎকার করে বলে যে আমার বাবাকে বাচাঁন, বলার পরে আমার চাচাতো ভাই সহ আরো লোক দৌড়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়,স্হানীয়দের সহযোগীতায় আমার বাবাকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে নিয়ে যায় ।

হাসপাতালে নেওয়ার পর আমার বাবার অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক ভোলা সদর হসপিটালে রেফার করে দেন । ভোলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আমাদেরকে জানান যে আপনার বাবার অপারেশন করা লাগবে, এটা আমাদের এখানে সম্ভব না, আপনারা খুব দ্রুত ওনাকে ঢাকা নিয়ে যান, তখন আমরা আমার বাবাকে ঢাকা ট্রমা সেন্টারে নিয়ে যাই। আমার বাবার দুই হাতই ভাঙছে এক একটা হাত দুই জায়গা দিয়ে ভাঙছে মাথায় ও শরীরে আঘাতের কারণে আমার বাবা একটু নাড়াচাড়া ও করতে পারছেনা, আমার বাবার অবস্থা খুবই আশঙ্কাজনক।

হামলাকারীদের বিরুদ্ধে গরু চুরি সহ এলাকায় এরকম আরো অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে এর আগেও থানায় মামলা হয়েছে। আমরা আমার বাবার উপর হামলাকারীর বিচার চাই।হামলাকারী জেবল হকের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে খুজে পাওয়া যায় নি।

এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন ফকির (বিপিএম)এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান এ বিষয়ে থানায় মামলা হয়েছে, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যাবস্থা নেওয়া হবে।

পত্রিকা একাত্তর/নিয়াজ মাহমুদ জয়

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news