লালমনিরহাটে বিভিন্ন ইটভাটায় অভিযান চালিয়ে জরিমানা

লালমনিরহাট জেলা প্রতিনিধি

লালমনিরহাট জেলা প্রতিনিধি

২৫ জানুয়ারী, ২০২২, ২ years আগে

লালমনিরহাটে বিভিন্ন ইটভাটায় অভিযান চালিয়ে জরিমানা

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বিভিন্ন স্থানে স্থাপিত কয়েকটি ইটের ভাটায় অভিযান চালিয়ে পরিমাপে কারচুপি এবং ইটের মূল্য তালিকা না থাকায় তিনটি ইট ভাটাকে ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

২৫ জানুয়ারি দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর লালমনিরহাটের সহকারী পরিচালক এ এম এম মাসুমউদ্দৌলা এ অভিযান পরিচালনা করেন। এ সময় ইটভাটার মালিককে ত্রুটি সংশোধনের জন্য নির্দেশনাসহ পরামর্শ প্রদান করা হয়।

জানা গেছে, ওই উপজেলার নওদাবাস ইউনিয়নের ধওলাই এলাকার এম এম ব্রিকসকে আদশ্য ইটের পরিমাপ না থাকায় ১০ হাজার টাকা ও একই এলাকার তাহের ব্রিকসকে ১২ হাজার টাকা এবং ওই ইউনিয়নের পশ্চিম নওদাবাস এলাকার জেএস ব্রিকসকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ এস এম মাসুদউদৌলা বলেন, আদর্শ ইটের পরিমাপ, নির্ধারিত মূল্য তালিকা না টাঙ্গানো, পরিমাপে ছোট ও কম থাকার কারনে তিনটি ইট ভাটাকে ৩৭ হাজর টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণে এ অভিযান অব্যহত থাকবে বলে তিনি জানান।

পত্রিকা একাত্তর/লুৎফর রহমান

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news