ডোমারে ‘জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধ সপ্তাহ’ অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

২৫ জানুয়ারী, ২০২২, ২ years আগে

ডোমারে ‘জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধ সপ্তাহ’ অনুষ্ঠিত
ফাইল ছবি | পত্রিকা একাত্তর

নীলফামারীর ডোমারে ‘জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধ সপ্তাহ’ এর সমাপনী দিনে ৬টি কমিউনিটি ক্লিনিকে ভায়া ক্যাম্পের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সপ্তাহের শেষ করা হয়েছে।

মঙ্গলবার (২৫শে জানুয়ারী) উপজেলার হরিণচড়া ইউনিয়নের আটিয়াবাড়ি কমিউনিটি ক্লিনিকে ঢাকা মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের মেটারনাল হেলথ্ প্রোগ্রামের বাস্তবায়নে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে অনুষ্ঠিত হয় ভায়া ক্যাম্প। নারীদের জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধ সপ্তাহ ১৯ জানুয়ারী উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (এমওডিসি) ডা. আবুল আলা, ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক মো. বেলাল উদ্দীন সহ সিনিয়র স্টাফ নার্স ও কমিউনিটি ক্লিনিকে কর্মরত স্বাস্থ্যকর্মীবৃন্দ।

ডোমার উপজেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা যায়, উপজেলার ৬টি কমিউনিটি ক্লিনিকে ৩০–৬০ বছর বয়সী নারীর সর্বমোট ৩২৩ জনের ভায়া পরীক্ষা করা হয়। এতে জরায়ুমুখ ক্যান্সারের প্রাথমিক লক্ষণে ১৫ জন ও স্তন ক্যান্সারের প্রাথমিক লক্ষণে ১ জনকে শনাক্ত করা হয়েছে। তাদের হাসপাতালে চিকিৎসা প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধ সপ্তাহ শেষ হলেও প্রতিদিন ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নারীদের ভায়া পরীক্ষা করানো হবে।

​​​​​​পত্রিকা একাত্তর/ রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news