লালমনিরহাটে বন্যায় ভেঙ্গে যাওয়া রাস্তা স্বেচ্ছা শ্রমে মেরামত এলাকাবাসীর

লালমনিরহাট জেলা প্রতিনিধি

লালমনিরহাট জেলা প্রতিনিধি

২৪ জানুয়ারী, ২০২২, ২ years আগে

লালমনিরহাটে বন্যায় ভেঙ্গে যাওয়া রাস্তা স্বেচ্ছা শ্রমে মেরামত এলাকাবাসীর
ভেঙ্গে যাওয়া রাস্তা মেরামত

লালমনিরহাটের হাতীবান্ধায় বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া রাস্তা স্বেচ্ছা শ্রমে মেরামত করেছেন স্থানীয় এলাকাবাসী। এ সময় প্রায় ১ কিলোমিটার রাস্তা মেরামত করা হয়। এতে অংশ গ্রহন করেন এলাকার শিশু-কিশোর, নারী-পুরুষ, বৃদ্ধ বনিতারা।

রবিবার (২৪ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার ফকির পাড়া ইউনিয়নের সানিয়াজান রমনীগঞ্জ আদর্শ পাড়া এলাকায় স্বেচ্ছা শ্রমে রাস্তা মেরামত করা হয়।

জানা গেছে, সম্প্রতি বন্যার কারনে ওই এলাকার চলাচলের এক মাত্র রাস্তাটি ভেঙ্গে যায়। এ নিয়ে ভুক্তভোগীরা স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রসাশনকে বার বার অবগত করা হলেও কোন ব্যবস্থা গ্রহন করেননি কর্তৃপক্ষ। আর তাই নিজ উদ্যোগে স্বেচ্ছা শ্রমে রাস্তা মেরামত করেন এলাকাবাসী।

রবিবার বিকেলে সরেজমিনে ওই এলাকায় গিয়ে দেখা যায়, কেউ কোদাল দিয়ে মাটি কেটে ঝুড়িতে তুলছেন। আর কেউ মাটি ভর্তি ওই ঝুড়ি মাথায় তুলে নিয়ে রাস্তায় ফেলছেন। শিশু-কিশোর, নারী-পুরুষ, বৃদ্ধ বনিতারা সবাই এক যোগে রাস্তা মেরামোতের কাজ করছেন।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার বলেন, নিজ উদ্যোগে রাস্তা মেরামতের খবর পেয়ে আমি ওই এলাকায় যাই। তারা খুবই একটি ভালো কাজ করেছেন। তাদের সঙ্গে আমার কথা হয়েছে। রাস্তাটির স্থায়ী সমাধানের জন্য স্থানীয় এমপি ও উপজেলা প্রসাশনের সাথে আলোচনা করা হবে।

পত্রিকা একাত্তর/ লুৎফর রহমান

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news