কৈখালী ইউনিয়নের রাস্তা কাজে নিম্নমানের মালামাল ব্যবহার

সাতক্ষীরা জেলা প্রতিনিধি

২২ জানুয়ারী, ২০২২, ২ years আগে

কৈখালী ইউনিয়নের রাস্তা কাজে নিম্নমানের মালামাল ব্যবহার
নিম্নমানের মালামাল ব্যবহার | পত্রিকা একাত্তর

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের রাস্তা পাকা করার কাজে নিন্মমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। কৈখালী গঙ্গার মোড় হতে পরানপুর বিজিবি ক্যাম্প রাস্তাটি পাকা করার কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারসহ নানা অনিয়ম অভিযোগ উঠেছে ঠিকাদার রফিকুলের বিরুদ্ধে।

সিডিউল অনুযায়ী ভালো মানের ইট ব্যবহার করার কথা থাকলেও বাস্তবে দেয়া হয়েছে নিম্নমানের ইটের খোয়া। অভিযোগ উঠেছে স্থানীয় এলজিইডিরা কর্মকর্তাদের যোগসাজশে ওই নিন্মমানের ইটের খোয়া দিয়েই কাজ শুরু করেন এবং অনিয়মের মধ্য দিয়েই সাববেজ এর কাজ চলমান।

জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্বাবধানে কৈখালী গঙ্গার মোড় হতে পরানপুর বিজিবি ক্যাম্প পর্যন্ত ২ কিলোমিটার রাস্তা পাকা করনের কাজ শুরু হয় বেশ কিছু দিন পূর্বে,রাস্তাটির কাজ পান কালিগন্জ উপজেলার ঠিকাদার রফিকুল ইসলাম, রাস্তটির বরাদ্দ হয় ২ কোটি ৫৮ লক্ষ ৩৫ হাজার ১৮৬ টাকা, অর্জ্ঞাত কারণে রাস্তাটি পাকা করনের কাজের শুরু থেকেই মানা হয়নি কোন সিডিউল,ঠিকাদার তার খেয়াল খুশিমত কাজ করেলেও সংশ্লিষ্ট দপ্তর আছে নিরব।

সরেজমিনে সংবাদ সংগ্রহকালে সাতঘরিয়া প্রতিনিধিকে এলাকার স্থানীয় বসবাসকারীদের অনেকেই বলেন, ভাই আপনাদেরও বলে লাভ কি? ঝড় যেদিকে ছাতিও সেই দিকে, কতবার ঠিকাদার ও এলজিইডির লোকদের বলেছি তারা কথা কানেই নেয়নি।

উপজেলা প্রকৌশলী শহিদুল ইসলাম জানান, আমি আমার অফিস সহায়কদের রাস্তাটিতে পর্যবেক্ষণের জন্য পঠিয়েছে এবং ঠিকাদারকে বলেছি নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা যাবে না এবং আমি খোয়া পরীক্ষার জন্য ঢাকাতে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

পত্রিকা একাত্তর/ আলফাত হাসান

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news