উখিয়ায় ২৫ কোটি টাকা মূল্যের ভয়ংকর মাদক 'ক্রীস্টাল মেথ' উদ্ধার

কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজার জেলা প্রতিনিধি

২১ জানুয়ারী, ২০২২, ২ years আগে

উখিয়ায় ২৫ কোটি টাকা মূল্যের ভয়ংকর মাদক 'ক্রীস্টাল মেথ' উদ্ধার
গুগল থেকে সংগ্রহীত ছবি | পত্রিকা একাত্তর

কক্সবাজার-৩৪ বিজিবি উখিয়া উপজেলায় অভিযান চালিয়ে ৫ কেজি ওজনের দেশের এ যাবৎ কালের সর্ববৃহওর ভয়ংকর মাদক ক্রীস্টাল মেথ এর এক বড় চালান মাদক কারবারিদের সাথে গুলাগুলির পর উদ্ধার করতে সক্ষম হয়েছে।

২০ জানুয়ারী (বৃহস্পতিবার) দিবাগত রাতে উপজেলার পালংখালী ষ্টেশনের ব্রিজের নিকটে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি কক্সবাজার ৩৪ অধিনায়ক লে. কর্নেল মেহেদী হোসাইন কবির গণমাধ্যমকে জানান,গোপন সংবাদের ভিত্তিতে মিয়ানমার সীমান্ত দিয়ে মাদকের একটি বড় চালান বাংলাদেশে আনা হয়েছে এমন খবরে উপজেলার পালংখালী ষ্টেশনের ব্রিজ এলাকায় বিজিবি সদস্যরা আগে থেকে অবস্হান নেয়। মাদককারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে বিজিবিকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষায় বিজিবিও গুলি চালালে নিরুপায় হয়ে মাদক কারবারিরা একটি ব্যাগ রেখে পালিয়ে যায়। পরবর্তীতে এ ব্যাগটি তল্লাশি চালিয়ে ২৫ কোটি টাকা দামের ৫ কেজি ক্রীস্টাল মেথ পাওয়া যায়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি'র এ কর্মকর্তা আরো জানান, উদ্ধার হওয়া ক্রিস্টাল মেথ গুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়ছে। পরবর্তীতে কর্তৃপক্ষের নির্দেশে তা ধ্বংস করা হবে।

পত্রিকা একাত্তর/এফ.করিম

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news