করোনা কালীন সময়ে নানা অপরাধে মোবাইল কোর্টে জরিমানা

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

২০ জানুয়ারী, ২০২২, ২ years আগে

করোনা কালীন সময়ে নানা অপরাধে মোবাইল কোর্টে জরিমানা
ফাইল ছবি | পত্রিকা একাত্তর

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলাবাসীকে করোনা ভাইরাস(ওমিক্রন)থেকে বাঁচতে সচেতন করতে পথে নামলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি।

বৃহস্পতিবার ২০ জানুয়ারি বিকালে উপজেলার কুলবাড়িয়া বাজার,ভবানীপুর বটতলা,ভবানীপুর বাজার সহ বিভিন্ন এলাকায় জনসাধারণদের এই অদৃশ্য মরণব্যধী ওমিক্রন ভাইরাসের হাত থেকে রক্ষা করতে,মাস্ক পরিধানে উদ্বুদ্ধ করতে মাস্ক বিতরণ করা,সামাজিক দূরত্ব, সহ সকলকে এই ভাইরাস সম্পর্কে সচেতন করেন।

এসময়ে নানা অপরাধে মোবাইল কোর্টে দণ্ডবিধি ২৬৯ ধারায় সাতটি মামলায় ১৮০০ এক হাজার আটশত টাকা জরিমানা করেন উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম আহম্মেদ।

এ,এস,আই রেজোয়ান এর নেত্রীত্ত্বে হরিণাকুণ্ডু থানা পুলিশের সদস্যরা এতে সহযোগিতা করেন। ভ্রাম্যমাণ চলা কালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর সার্টিফিকেট সহকারী রাসেল আহমেদ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম আহামেদ বলেন ‘আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারের দিক নির্দেশনা অনুযায়ী কাজ করে যাচ্ছি। উপজেলার ইউএনও সৈয়দা নাফিস সুলতানা স্যারের নেতৃত্বে উপজেলা প্রশাসন করোনা মোকাবেলায় তৎপরতা রয়েছে। আমরা জনগণের কল্যাণ নিশ্চিত করতে মাঠে রয়েছি আশাকরি হরিনাকুণ্ডু উপজেলার জনগণ করোনা মোকাবেলায় উপজেলা প্রশাসনের পাশে থেকে আমাদের সহযোগিতা করবে।’

এসময় তিনি জনসাধারণের উদ্দেশ্যে তিনি বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারের নির্দেশনা বাস্তবায়নে প্রচেষ্টা চালানো হচ্ছে। প্রতিদিন ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনাসহ সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করা হচ্ছে। এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

পত্রিকা একাত্তর/ উদয়

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news