করোনা প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করেছে ডোমার উপজেলা প্রশাসন

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

১৯ জানুয়ারী, ২০২২, ২ years আগে

করোনা প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করেছে ডোমার উপজেলা প্রশাসন
ফাইল ছবি | পত্রিকা একাত্তর

বিশ্বব্যাপী করোনাভাইরাস (কোভিড-১৯) এর নতুন ধরন 'ওমিক্রন' এর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় নীলফামারীর ডোমারে সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ কার্যক্রম চালিয়েছে উপজেলা প্রশাসন।

বুধবার (১৯শে জানুয়ারী) দুপুরে ডোমারের উপজেলা মোড়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনমের নেতৃত্বে সচেতনামূলক প্রচারণা ও সাধারণ পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

এতে আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. আব্দুল মালেক সরকার, ডোমার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জায়িদ ইমরুল মোজাক্কিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. আনিছুজ্জামান, উপজেলা আওয়ামী লীগ নেতা মো. আবুল কাশেম প্রমুখ।

ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম জানান, করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ ঠেকাতে জনসাধারণকে আরও বেশি সচেতন হতে হবে। সরকারের দেয়া বিধিনিষেধ মেনে চলাচল করলে, ওমিক্রন মোকাবেলা সম্ভবপর হবে।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news