আওয়ামী লীগ নেতা আবু বক্কর সিদ্দিক ধীরু'র জানাজা ও দাফন সম্পন্ন

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

১৯ জানুয়ারী, ২০২২, ২ years আগে

আওয়ামী লীগ নেতা আবু বক্কর সিদ্দিক ধীরু'র জানাজা ও দাফন সম্পন্ন
ফাইল ছবি | পত্রিকা একাত্তর

নীলফামারীর ডোমারে বিশিষ্ট আওয়ামী লীগ নেতা ও দরিমামুদ সরকার ওয়াকফ্ এস্টেটের মাতোয়ালি আবু বক্কর সিদ্দিক ধীরু'র জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার (১৯শে জানুয়ারী) বাদ জোহর ঐতিহ্যবাহী চিকনমাটি পূর্ব ধনিপাড়া দোতলা জামে মসজিদ প্রাঙ্গনে জানাজা নামাজ হওয়ার পর পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

জানাজায় অংশ নেন—ডোমার উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, ডোমার পৌরসভার মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু, ডোমার পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. হাফিজুল হক রবি, ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. নুরননবী, ডোমার পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মো. মিজানুর রহমান তুলু, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মো. রুবেল ইসলাম, উপজেলা শাখা মুক্তিযোদ্ধা সংসদ সন্তানের কমান্ডের আহ্বায়ক মো. আল-আমিন রহমান প্রমুখ।

উল্লেখ্য, আবু বক্কর সিদ্দিক ধীরু দীর্ঘদিন যাবৎ অসুস্থতাজনিত কারণে গতকাল (১৮ই জানুয়ারী) রাত আনুমানিক সাড়ে ৯টায় তার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

তিনি ডোমার উপজেলার চিকনমাটি (পূর্ব ধনিপাড়া) এলাকার মৃত মমতাজউদ্দিনের দ্বিতীয় পুত্র। মৃত্যুকালে স্ত্রী, এক পুত্র ও দুই কন্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news