বলছি পটুয়াখালীর মূল সড়ক চৌরাস্তা থেকে শেখ রাসেল শিশু পার্ক পর্যন্ত ফোরলেন করার প্রকল্প এর কথা। শেখ রাসেল শিশু পার্ক হতে সোনালী ব্যাংক মোড় পর্যন্ত ফোরলেন রোড এর কাজ আগেই শেষ হয়েছে। এর পর মাঝে কিছু দিন কিছু কারণে কাজ স্থগিত ছিলো।
এখন সোনালী ব্যাংক থেকে হসপিটাল রোড (পানির ট্যাং) পর্যন্ত রাস্তার কাজ আজ শেষের পথে।রাস্তার কাজ শেষের ধারাবাহিকতা দিয়ে শেষ হবে পটুয়াখালীর জনগণের ভোগান্তি।
রাস্তাটির কাজের জন্য দেশের সকল আধুনিক যন্ত্রপাতি ব্যাবহার করেছে পটুয়াখালী পৌরসভা। এ রাস্তাটির কাজ শেষ হওয়ার মধ্য দিয়ে সারাদেশের সাথে সড়ক যোগাযোগ এর নতুন একটি মাইল ফলক সৃষ্টি হবে।
পত্রিকা একাত্তর / মারুফ ইসলাম