মাদক বিরোধী অভিযানে ৪৮ বোতল ফেন্সিডিল উদ্ধার

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

৯ সেপ্টেম্বর, ২০২২, ১ year আগে

মাদক বিরোধী অভিযানে ৪৮ বোতল ফেন্সিডিল উদ্ধার

চুয়াডাঙ্গা জেলায় যোগদানকৃত পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন এর দিক নির্দেশনায় প্রতিনিয়ত চুয়াডাঙ্গা জেলার প্রতিটি থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।এরই ধারাবাহিকতায় পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনায় জীবননগর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল খালেক এর নেতৃত্বে জীবননগর থানার চৌকস অফিসার এসআই(নিঃ) সিদ্ধার্থ মন্ডল, এএসআই (নিঃ) মোঃ মোখলেছুর রহমান।

এএসআই (নিঃ) মোঃ সাইদুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানাধীন ইসলামপুর মোড়স্থ মেসার্স নিউ অটো ফার্ণিচারের সামনে পাঁকা রাস্তার উপর হইতে অদ্য ০৯.০৯.২০২২ তারিখ ৬.৩০ ঘটিকার সময় ৪৮ বোতল ফেন্সিডিল যা ইজিবাইকের ভিতরে অভিনব কায়দায় সাজানো অবস্থায় জীবননগর উপজেলার নতুন পাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে মোঃ হারুন মন্ডল (৩০), এবং রওশন আলী র ছেলে মোঃ বজলুর রহমান @ পুটকে (৫২), পিতা-মোঃ রওশন আলীদ্বয়ের হেফাজত থেকে উদ্ধার করেন। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।

পত্রিকা একাত্তর /তারিকুর রহমান

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news